National

ভারতে একদিনে সংক্রমণ, সুস্থতা ও মৃত্যু, সবই কমল

ভারতে গত একদিনে সংক্রমণ যেমন কমল, তেমনই কমল সুস্থতাও। সেইসঙ্গে আবার মৃত্যুও গত দিনের মতই হাজারের নিচে নেমেছে।

Published by
News Desk

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। অক্টোবরে পড়েও সেই প্রবণতা বজায় রয়েছে। বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত।

মাঝে মাঝে সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়া কিছুটা হলেও এরমধ্যেই ভরসা দিচ্ছে। যা গত একদিনে দেখতে পাওয়া গেছে।

গত একদিনে নতুন করে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৪২ জন। গত একদিনে দেশে ৯ লক্ষ ৮৯ হাজার ৮৬০টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৬৬ লক্ষ ২৩ হাজার ৮১৫ জন। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে এদিন সামান্য বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ফের কমেছে।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৩৪ হাজার ৪২৭ জন। একদিনে কমেছে ৩ হাজার ১৯৮ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা প্রায় ১ মাস ধরে ১ হাজারের ওপরই থেকেছে। গত একদিন মিলিয়ে পরপর ২ দিন কিন্তু মৃতের সংখ্যা হাজারের নিচেই থাকল।

গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯০৩ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২ হাজার ৬৮৫ জন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে কিছুটা বেশি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৬ হাজার ৭৩৭ জন। তার আগের দিনের তুলনায় অবশ্য অনেকটা কম। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৫৬ লক্ষের কাছে পৌঁছে গেছে।

সুস্থতার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লক্ষ ৮৬ হাজার ৭০৩ জনে। দেশে সুস্থতার হার ৮৩ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts