National

যোগীকে গুণ্ডা বলে পরে নিঃশর্ত ক্ষমা চাইলেন শিরীষ কুন্দর

Published by
News Desk

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক তোপের মুখে পড়তে হয়েছে উগ্র হিন্দুত্ববাদী হিসাবে পরিচিত যোগী আদিত্যনাথকে। সেই তালিকায় নাম লিখিয়েছিলেন পরিচালক-প্রযোজক ফারহা খানের স্বামী পরিচালক শিরীষ কুন্দর। ট্যুইট করে আদিত্যনাথকে গুণ্ডা বলে ব্যাখ্যা করেন শিরীষ। এমনকি লেখেন এক গুণ্ডা যদি রাজ্যের প্রশাসনিক প্রধান হন, তবে দাউদ ইব্রাহিম সিবিআই ডিরেক্টর বা বিজয় মালিয়া আরবিআইয়ের গভর্নর হতেই পারেন। যোগী আদিত্যনাথকে ধর্ষক বলতেও ছাড়েননি শিরীষ। এরপরই হজরতগঞ্জ থানায় শিরীষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অযোধ্যার ঠাকুরদ্বার ট্রাস্টের সচিব অমিত তিওয়ারি। অভিযোগ দায়েরের কথা কানে যেতেই ফের ট্যুইট করেন শিরীষ। তাঁর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চান। জানান কারও ভাবনা বা অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁর ছিলনা।

 

Share
Published by
News Desk