National

শুরু আনলক ৫, খুলবে সিনেমা হল, মাল্টিপ্লেক্স

প্রতি মাসের শুরুতেই এখন আনলক পর্ব ১ ধাপ করে এগোচ্ছে। আনলক ৫ পর্বে খুলছে সিনেমা হল।

Published by
News Desk

নয়াদিল্লি : জুন মাসের ১ তারিখ থেকে দেশে শুরু হয়েছে আনলক পর্ব। আনলক পর্বে একটু একটু করে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রতি মাসের ১ তারিখ থেকে শুরু হয় আনলক পর্বের পরের ধাপ। এইভাবে অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হল আনলক ৫ পর্ব।

জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আনলক ৪ পর্ব সম্পূর্ণ হয়েছে। প্রতি পর্বের আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পরিস্কার করে জানিয়ে দেয় সেই আনলক পর্বে কীসে কীসে ছাড় হচ্ছে। কী কী ক্ষেত্রে সেই মাসেও কোনও ছাড় থাকছে না।

সেইমত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার জানিয়ে দিয়েছে আনলক ৫ পর্বে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার হল খুলে যাচ্ছে। আগামী ১৫ অক্টোবর থেকে খুলছে এগুলি। তবে তাদের চলতে হবে কঠোর গাইডলাইন মেনে। ৫০ শতাংশের বেশি আসনে দর্শক থাকবেন না। তা হলগুলিকেই সুনিশ্চিত করতে হবে।

এছাড়াও যাবতীয় সুরক্ষাবিধি মেনে হল বা মাল্টিপ্লেক্স চালাতে হবে। তবে ১৫ অক্টোবর এগুলি খোলার অনুমতি দেওয়ার মানে উৎসবের মরসুমের ঠিক আগেই খুলে যাচ্ছে দেশের বিনোদন ক্ষেত্রের একটা বড় অংশ।

১৫ অক্টোবর থেকে খুলছে বিনোদন পার্কও। তবে নির্দিষ্ট নিয়মাবলী মেনেই তা খোলা হবে। দেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনেই বিনোদন পার্ক খুলতে হবে।

একইভাবে যাঁরা প্রতিযোগিতায় অংশ নিতে নিজেদের সাঁতারু হিসাবে তৈরি করছেন তেমন খেলোয়াড়দের অনুশীলনের জন্য সুইমিং পুল খুলছে। সেখানেও থাকছে নির্দিষ্ট নিয়ম বিধি। তাও ১৫ অক্টোবর থেকেই খুলছে। এছাড়া বিজনেস টু বিজনেস প্রদর্শনীতেও ছাড় মিলেছে আনলক ৫ পর্বে।

এগুলো খুললেও আন্তর্জাতিক বিমানপরিবহন এখনই শুরু হচ্ছেনা। তা ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে ক্ষেত্রগুলিতে ছাড় দেওয়ার কথা তারা জানিয়েছে তা খোলার বিষয়টি এখনও নির্ভর করছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওপর। তাদের সঙ্গে কেন্দ্রের কথা হবে। তারপরই নির্দিষ্ট জায়গায় তা খোলা যেতে পারে।

তবে কন্টেনমেন্ট জোনে যেমন কঠোর লকডাউন চলছিল তা ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে কোনও কিছুই বলবৎ হচ্ছেনা। লকডাউনই থাকছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk