National

ফের ৮০ হাজারে দৈনিক সংক্রমণ, সুস্থতা আরও বেশি

দৈনিক সংক্রমণের নিরিখে ভারতে সংক্রমণ আগের দিন কিছুটা কমেও ফের পৌঁছে গেল ৮০ হাজারে। তবে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিনও সংক্রমিতের চেয়ে বেশি রইল।

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। সেপ্টেম্বর জুড়েই সংক্রমণ লাগাম ছাড়া ছুট দিচ্ছে। বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত। মাঝে সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়া কিছুটা হলেও এরমধ্যেই ভরসা দিচ্ছে।

সেপ্টেম্বরের শেষে এসে আগের দিন উল্লেখযোগ্যভাবে কম হয় দৈনিক সংক্রমণ। আক্রান্ত ৭০ হাজারে পৌঁছয়। গত একদিনে তা আবার পৌঁছে গেল ৮০ হাজারে।

গত একদিনে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন সংক্রমিতের চেয়ে অনেক বেশি মানুষ। গত একদিনে দেশে ১০ লক্ষ ৮৬ হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৬২ লক্ষ ২৫ হাজার ৭৬৩ জন।

এদিন অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯ লক্ষ ৪০ হাজার ৪৪১ জন। একদিনে কমেছে ৭ হাজার ১৩৫ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা প্রায় ১ মাস ধরে ১ হাজারের ওপর থাকছিল। আগের দিন তা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। মৃত্যু হয়েছিল ৭৭৬ জনের।

অনেকেই ভাবছিলেন এবার হয়তো কমতে শুরু করবে মৃতের সংখ্যা। কিন্তু ওই ১ দিনের জন্যই কমেছিল মৃত্যু। ফের তা গত একদিনে ১ হাজারের ওপর চলে গিয়ে যেখানে ছিল সেখানেই পৌঁছে গেল।

গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭৯ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা ৯৭ হাজার পার করেছে। সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৪৯৭ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। আগের দিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছিল ১৮০ জনের। মহারাষ্ট্রে দীর্ঘদিনের মধ্যে একদিনে এত কম হয়নি মৃতের সংখ্যা। কিন্তু তা ওই একদিনই বজায় রইল। গত একদিনে তা ফের পৌঁছে গেল ৪৩০ জনে।

কর্ণাটকে মৃত্যু লম্বা লাফ দিয়েছে। মৃত্যু হয়েছে ১৩৬ জনের। তামিলনাড়ুতে একদিনে মৃত্যু হয়েছে ৭০ জনের। অন্ধ্রপ্রদেশে ৩৫ জন প্রাণ হারিয়েছেন। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৬৩ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যাকে ছাপিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৬ হাজার ৪২৮ জন।

দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৫২ লক্ষের কাছে পৌঁছে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লক্ষ ৮৭ হাজার ৮২৫ জন। দেশে সুস্থতার হার ৮৩ শতাংশের কাছে পৌঁছেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

তুলা রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ নভেম্বর, ২০২৫

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 27, 2025

বৃশ্চিক রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ নভেম্বর, ২০২৫

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 27, 2025

ধনু রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ নভেম্বর, ২০২৫

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 27, 2025

মকর রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ নভেম্বর, ২০২৫

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 27, 2025

কুম্ভ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ নভেম্বর, ২০২৫

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 27, 2025

মীন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ নভেম্বর, ২০২৫

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

November 27, 2025