National

দেশে অনেকটা কমল দৈনিক সংক্রমণ, সুস্থতা অনেক বেশি

দৈনিক সংক্রমণের নিরিখে ভারতে সংক্রমণ অনেকটা কমল। যা গত একমাসেও দেখতে পাওয়া যায়নি।

Published by
News Desk

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। সেপ্টেম্বর জুড়েই সংক্রমণ লাগাম ছাড়া। বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত।

মাঝে মাঝে সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়া কিছুটা হলেও এরমধ্যেই ভরসা দিচ্ছিল। সেপ্টেম্বরের শেষে এসে অবশেষে গত একদিনে উল্লেখযোগ্যভাবে কম হল দৈনিক সংক্রমণ।

গতদিন দেশে আক্রান্ত ধরা পড়েছেন ৭০ হাজার ৫৮৯ জন। যা কিন্তু একদিনে নতুন পাওয়া সংক্রমিতের সংখ্যার হিসাবে যথেষ্ট আশাব্যঞ্জক।

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন সংক্রমিতের চেয়ে অনেক বেশি মানুষ। গত একদিনে দেশে ১১ লক্ষ ৪২ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা হয়েছে।

তার আগের দিনের তুলনায় এদিন প্রায় ৪ লক্ষ বেশি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা বাড়ার পরও আগের দিনের তুলনায় অনেকটা কম সংক্রমিত পাওয়া যাওয়া কিন্তু আশার আলো দেখাল।

গত একদিনের রোগী সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৬১ লক্ষ ৪৫ হাজার ২৯১ জন। এদিন অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে অনেক বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯ লক্ষ ৪৭ হাজার ৫৭৬ জন। একদিনে কমেছে ১৫ হাজার ৬৪ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা প্রায় ১ মাস ধরে ১ হাজারের ওপর থেকেছে। অবশেষে তা উল্লেখযোগ্যভাবে এদিন কমেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা ৯৬ হাজার পার করেছে। সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৩১৮ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৮০ জনের। মহারাষ্ট্রে দীর্ঘদিনের মধ্যে একদিনে এত কম হয়নি মৃতের সংখ্যা।

কর্ণাটকে মৃত্যু হয়েছে ৫৯ জনের। তামিলনাড়ুতে একদিনে মৃত্যু হয়েছে ৭০ জনের। অন্ধ্রপ্রদেশেও ৩৭ জন প্রাণ হারিয়েছেন। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৫৮ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যাকে ছাপিয়ে গেছে। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার ৮৭৭ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৫১ লক্ষ পার করেছে।

মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লক্ষ ১ হাজার ৩৯৭ জন। দেশে সুস্থতার হার ৮৩ শতাংশের কাছে পৌঁছেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts