National

সংক্রমিত ঢুকল ৬০ লক্ষের ঘরে, সুস্থতা ৫০ লক্ষে

দৈনিক সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যাকে ছাপিয়ে যাচ্ছিল। গত একদিনে কিন্তু তা হল না।

Published by
News Desk

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। সেপ্টেম্বর জুড়েই সংক্রমণ লাগাম ছাড়া ছুট দিয়ে চলেছে। বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত। তারপরেও মাঝে মাঝে সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়া কিছুটা হলেও ভরসা দিচ্ছে।

গত একদিনে দেশে আক্রান্ত ধরা পড়েছেন ৮২ হাজার ১৭০ জন। যা কিন্তু একদিনে নতুন পাওয়া সংক্রমিতের সংখ্যার হিসাবে যথেষ্ট উদ্বেগের। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন গত কয়েকদিনের তুলনায় কম মানুষ।

গত একদিনে দেশে ৭ লক্ষ ৯ হাজার ৩৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। ২ দিন আগেও যা ছিল ১৩ লক্ষের ওপর। এত কম নমুনা পরীক্ষাতেও সেই ৮২ হাজারের ওপর সংক্রমিতের খোঁজ কিন্তু স্বস্তি দিতে পারল না।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৬০ লক্ষ ৭৪ হাজার ৭০২ জন। এদিন অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে কম হওয়ায় ফের দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬২ হাজার ৬৪০ জন। একদিনে বেড়েছে ৬ হাজার ২৩৮ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজারের ওপরই থাকছে প্রতিদিন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৯ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা ৯৫ হাজার পার করেছে। সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫৪২ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ৭৯ জনের। তামিলনাড়ুতে একদিনে মৃত্যু হয়েছে ৮০ জনের। অন্ধ্রপ্রদেশে ৪৫ জন প্রাণ হারিয়েছেন। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৭৭ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে ফের সংক্রমিতের সংখ্যা সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাকে ছাপিয়ে গেছে। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কমেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৪ হাজার ৮৯৩ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৫০ লক্ষ পার করেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লক্ষ ১৬ হাজার ৫২০ জন। দেশে সুস্থতার হার ৮৩ শতাংশের কাছে পৌঁছেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts