National

দেশে সংক্রমিতের ওপরই রইল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা

টানা ৩ দিন দেশে ২৪ ঘণ্টায় ধরা পড়া সংক্রমিতের চেয়ে করোনা জয় করে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি রইল।

Published by
News Desk

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। সেপ্টেম্বর জুড়েই সংক্রমণ লাগাম ছাড়া ছুট দিয়ে চলেছে। বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত। তারপরেও সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি থাকছে গত ৩ দিন ধরে।

গত একদিনে আক্রান্ত ধরা পড়েছেন ৮৬ হাজার ৫০৮ জন। গত একদিনে দেশে ১১ লক্ষ ৫৬ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত একদিনের রোগী সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৫৭ লক্ষ ৩২ হাজার ৫১৮ জন।

এদিনও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬৬ হাজার ৩৮২ জন। একদিনে কমেছে ১ হাজার ৯৯৫।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজারের ওপরই থাকছে প্রতিদিন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা ৯১ হাজার পার করেছে। সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ১৪৯ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪৭৯ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ৩৮ জনের। উল্লেখযোগ্যভাবে কমেছে কর্ণাটকে মৃতের সংখ্যা। তামিলনাড়ুতে একদিনে মৃত্যু হয়েছে ৬৩ জনের। অন্ধ্রপ্রদেশে ৪৫ জন প্রাণ হারিয়েছেন। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৮৭ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৭ হাজার ৩৭৪ জন।

দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৪৬ লক্ষ পার করেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লক্ষ ৭৪ হাজার ৯৮৭ জন। দেশে সুস্থতার হার ৮১ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts