National

সুস্থতায় রেকর্ড গড়ল ভারত, একদিনে সুস্থ লক্ষাধিক

একদিনে দেশে সুস্থ হয়ে উঠলেন ১ লক্ষের বেশি মানুষ। অন্যদিকে সংক্রমণ আরও কিছুটা কমল।

Published by
News Desk

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। সেপ্টেম্বর জুড়েই সংক্রমণ লাগাম ছাড়া দৌড় দিচ্ছে। বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত। তবে গত একদিনে বেশ কিছুটা কমেছে সংক্রমণ। অন্যদিকে ১ লক্ষের ওপর মানুষ সুস্থ হয়ে উঠেছেন দেশে।

গত একদিনে আক্রান্ত ধরা পড়েছেন ৭৫ হাজার ৮৩ জন। গত কয়েকদিনের যা প্রবণতা তাতে একটু একটু করে কমছে সংক্রমণ। গত একদিনে দেশে ৯ লক্ষ ৩৩ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

এদিকে ৭৫ হাজার পার করা একদিনে সংক্রমণের সংখ্যাকে এদিন বড় ব্যবধানে টপকে গেছে একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৫৫ লক্ষ ৬২ হাজার ৬৬৩ জন। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার থেকে বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন ১০ লক্ষের ঘর থেকে নিচে নেমে গেছে। দাঁড়িয়েছে ৯ লক্ষ ৭৫ হাজার ৮৬১ জন। গত দিনের চেয়ে ২৮ হাজার কম।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজারের ওপরই থাকছে প্রতিদিন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩ জনের।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৯৩৫ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৪৪ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১২২ জনের। তামিলনাড়ুতে একদিনে মৃত্যু হয়েছে ৬০ জনের। অন্ধ্রপ্রদেশেও ৫১ জন প্রাণ হারিয়েছেন। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৮৮ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থতার নিরিখে রেকর্ড গড়েছে দেশ। এই প্রথম ২৪ ঘণ্টায় ১ লক্ষের ওপর মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

একদিনে সংক্রমিতের সংখ্যাকে এদিন বড় ব্যবধানে টপকে গেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১ হাজার ৪৬৮ জন।

দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৪৪ লক্ষ পার করেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৬৭ জনে। দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৮০.৮৬ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts