National

বিজনেস ক্লাসে সিট না পেয়ে বিমানকর্মীকে জুতোপেটা করলেন সাংসদ

Published by
News Desk

চেয়েছিলেন বিজনেস ক্লাসে সিট। তা সত্ত্বেও ইকোনমি ক্লাসে সিট মেলায় পা থেকে জুতো খুলে এয়ার ইন্ডিয়ার ডিউটি ম্যানেজারকে যথেচ্ছ পেটালেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। সাংসদের এমন আচরণে হতবাক সকলেই। এদিকে সংস্থার ম্যানেজার পদাধিকারীর সঙ্গে এমন আচরণের ঘটনায় তদন্ত কমিটি বসিয়েছে এয়ার ইন্ডিয়া। প্রয়োজনে ব্যবস্থাও নেওয়া হতে পারে সাংসদের বিরুদ্ধে।

এদিকে এমন আচরণের পরও নিরুত্তাপ সাংসদ জানিয়েছেন তিনি একেবারেই অনুতপ্ত নন। কার্যত বুঝিয়েই দিয়েছেন যা করেছেন বেশ করেছেন। তাঁর দাবি, তিনি বিজনেস ক্লাসের ভাড়া দিয়েছিলেন। কিন্তু পুনে থেকে দিল্লিগামী বিমানে উঠলে তাঁকে বলা হয় বিজনেস ক্লাসে সিট নেই। তাই ইকোনমি ক্লাসেই বসতে হবে। এরপর বেলা ১১টা নাগাদ বিমানটি দিল্লি পৌঁছলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাঁকে বোঝানোর জন্য হাজির হন ডিউটি ম্যানেজার। ডিউটি ম্যানেজারকে সামনে পেয়ে পায়ের চটি খুলে তাকে পেটান সাংসদ। যদিও বিমান সংস্থার দাবি বিজনেস ক্লাসে যে টিকিট নেই তা সাংসদকে গত বুধবারই জানিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের মধ্যেও ক্ষোভ প্রকাশ্যে এসেছে। তাঁদের সাফ কথা, এখানে তাঁরা চাকরি করতে এসেছেন। কারও জুতোপেটা খেতে নয়।

Share
Published by
News Desk