National

ভোররাতে ভেঙে পড়ল পুরনো বাড়ি, মৃত ১০, চলছে উদ্ধারকাজ

ভোররাতের দিকে একটি পুরনো বাড়ি ভেঙে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

থানে (মহারাষ্ট্র) : ঘড়ির কাঁটায় তখন ৩টে ৪৫ মিনিট। ভোররাতে তখনও অন্ধকার ঘুটঘুট করছে। সকালের আলো ফুটতে ঢের দেরি। আচমকা চারিদিকের নিস্তব্ধতাকে খান খান করে দিল এক ভয়ংকর শব্দ। হুড়মুড় করে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি।

৩ তলা পুরনো বাড়িটিতে অনেক মানুষের বাস। অত রাতে তখন সকলেই ঘুমোচ্ছিলেন। তখনই ভেঙে পড়ে বাড়িটি। সকলেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান।

প্রবল আওয়াজে আশপাশ থেকে মানুষজন ছুটে বেরিয়ে আসেন। তাঁরাই দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ হাজির হয়। হাজির হয় দমকল ও এনডিআরএফ। জোরকদমে উদ্ধারকাজ চললেও ১০টি মৃতদেহ উদ্ধার হয়। যারমধ্যে ৪টি শিশু।

২৫ জনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের মধ্যে ১২ জনের আঘাত গুরুতর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ৯টার পর উদ্ধারকারীরা জানান তখনও কমপক্ষে ২৪ জন ধ্বংসস্তূপের তলায় রয়েছেন। যাঁদের বার করার চেষ্টা চলছে।

ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে ৬০ কিলোমিটার দূরে থানের ভিওয়ান্ডি এলাকায়।

স্থানীয়রা জানাচ্ছেন বাড়িটি জরাজীর্ণ অবস্থায় ছিল। পুরসভার তরফ থেকে বাড়ির বাসিন্দাদের সতর্কও করা হয়েছিল। কিন্তু তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি। অবশেষে বাড়িটি ভেঙে পড়ল।

বর্ষাকালে এমন পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। আগেও এমনটা ঘটেছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি মানুষজনের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

এদিকে পুরো ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক মানুষের ভিড় জমে যায়। ভাঙা বাড়িটি থেকে অতি সন্তর্পণে উদ্ধারকাজ চালাতে হয়।

বাড়িটির অনেক জায়গায় লিকেজ থাকায় সমস্যা আরও বাড়ে। মনে করা হচ্ছে ভিতরে ভিতরে জল চুঁইয়ে বাড়ির হাল বেহাল অবস্থায় ছিল। তার ওপর বহুদিন সারাই হয়নি। ফলে তা আরও খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছিল।

পুলিশ এলাকা ঘিরে নেয়। আগে উদ্ধারকাজ সম্পূর্ণ করায় জোর দিচ্ছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025