National

মৃত্যু পার করল ৮০ হাজার, দৈনিক সংক্রমণ সামান্য কমল

দেশে দৈনিক সংক্রমণ অবশেষে ৯০ হাজারি ঘর পরিত্যাগ করল। এদিকে এদিন মৃত্যু ৮০ হাজার পার করল।

Published by
News Desk

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বাড়ছে দৈনিক সংক্রমণ। সেপ্টেম্বর পড়ার পর থেকেই সংক্রমণ লাগাম ছাড়া ছুট শুরু করেছে। সংক্রমণে বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত।

বিশ্বের কোনও দেশে একদিনে ৮০ হাজার পার করেনি সংক্রমণ। ভারত সেই ৮০ হাজারের গণ্ডি কবেই পার করে গেছে। টানা বেশ কিছুদিন ৯০ হাজারি ঘরেই ঘোরাফেরা করেছে দৈনিক সংক্রমণ। অবশেষে তা ৯০ হাজারি ঘর ছেড়ে নিচে নামল।

গত একদিনে নতুন করে আক্রান্ত ধরা পড়েছেন ৮৩ হাজার ৮০৯ জন। গত একদিনে দেশে ১০ লক্ষ ৭২ হাজার ৮৪৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা সাড়ে ৪৯ লক্ষ পার করে গেছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ৪৯ লক্ষ ৩০ হাজার ২৩৬ জন। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৯০ হাজার ৬১ জন।

অ্যাকটিভ রোগী আগে কম বৃদ্ধি পাচ্ছিল। কারণ সুস্থও হয়ে উঠছিলেন অনেকে। গত কয়েকদিনে সংক্রমণ যেভাবে বেড়েছে সেই অনুপাতে সুস্থতা বাড়েনি। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজারের ওপরই থাকছে প্রতিদিন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪ জনের।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৮০ হাজার পার করেছে। দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৭৭৬ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৬৩ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১১৯ জনের। তামিলনাড়ুতে অনেকটা কমে গত একদিনে মৃত্যু হয়েছে ৫৩ জনের। অন্ধ্রপ্রদেশেও ৬০ জন প্রাণ হারিয়েছেন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৯ হাজার ২৯২ জন।

দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৩৮ লক্ষ পার করে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লক্ষ ৫৯ হাজার ৩৯৯ জনে। দেশে সুস্থতার হার ৭৮ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts