National

একদিনে ৯৬ হাজার পার করল সংক্রমণ, বাড়ল মৃত্যু

দেশে একদিনে সংক্রমণ আবার রেকর্ড গড়ল। পৌঁছে গেল সাড়ে ৯৬ হাজারে। সকলের একটাই প্রশ্ন, তবে কী দিনে ১ লাখ হওয়া এখন সময়ের অপেক্ষা!

Published by
News Desk

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বাড়ছে দৈনিক সংক্রমণ। সেপ্টেম্বর পড়ার পর থেকেই সংক্রমণ লাগাম ছাড়া ছুট শুরু করেছে। সংক্রমণে বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে গেছে ভারত। বিশ্বের কোনও দেশে একদিনে ৮০ হাজার পার করেনি সংক্রমণ। ভারত সেই ৮০ হাজারের গণ্ডি কবেই পার করে গেছে। এখন অপেক্ষা ১ লক্ষ ছোঁয়ার। কারণ গত একদিনে দেশে সাড়ে ৯৬ হাজারের ওপর মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক সংক্রমণে গত ১ মাসের ওপর প্রতিদিন ভারতই শীর্ষে রয়েছে। গত একদিনে নতুন করে আক্রান্ত ধরা পড়েছেন ৯৬ হাজার ৫৫১ জন। গত একদিনে দেশে ১১ লক্ষ ৬৩ হাজার ৫৪২টি নমুনা পরীক্ষা হয়েছে।

রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৪৫ লক্ষ পার করে ৪৬ লক্ষের দিকে ছুটছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ৪৫ লক্ষ ৬২ হাজার ৪১৪ জন। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা লম্বা লাফ দিয়েছে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা আগের দিন ৯ লক্ষ পার করে গেছে। আর গত একদিনে তা সাড়ে ৯ লক্ষের কাছে পৌঁছে গেছে। দাঁড়িয়েছে ৯ লক্ষ ৪৩ হাজার ৪৮০ জনে। অ্যাকটিভ রোগী আগে কম বৃদ্ধি পাচ্ছিল। কারণ সুস্থও হয়ে উঠছিলেন অনেকে। গত ৬ দিনে সংক্রমণ যেভাবে বেড়েছে সেই অনুপাতে সুস্থতা বাড়েনি। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে। মাঝে একদিন অবশ্য ব্যতিক্রম হয়েছে।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজারের ওপরই থাকছে প্রতিদিন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৭৬ হাজার পার করেছে। দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৭১ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে মৃত্যু হয়েছে ৪৯৫ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১২৯ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ৬৪ জনের। অন্ধ্রপ্রদেশে ৬৮ জন প্রাণ হারিয়েছেন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৮৮০ জন। তার আগের দিনের তুলনায় কিছুটা কম। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৩৫ লক্ষ পার করেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লক্ষ ৪২ হাজার ৬৬৩ জনে। দেশে সুস্থতার হার ৭৭ শতাংশ পার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts