National

মাদক যোগের অভিযোগ, রিয়ার ভাইকে আটক করল এনসিবি

রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আটক করা হয়েছে সুশান্তের ম্যানেজারকেও।

Published by
News Desk

মুম্বই : শুক্রবার সকালে আচমকাই অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বাড়িতে হানা দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। বাড়িতে তল্লাশি চালানো হয়। বেশ কিছু বৈদ্যুতিন জিনিস ও কিছু অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করেন তাঁরা। তারপর সৌভিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন তাঁরা। সৌভিক চক্রবর্তীকে মাদক যোগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাঁকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সৌভিককে বাড়ি থেকেই তুলে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার মাদক যোগ নিয়ে কেবল সৌভিকের বাড়িতেই হানা দেয়নি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা-র বাড়িতেও হানা দেন আধিকারিকরা। সেখানেও তাঁর বাড়ি তল্লাশি করে দেখা হয়। মিরান্ডাকেও হেফাজতে নেন তাঁরা। তাঁকেও বাড়ি থেকে নিয়ে যান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে আটক করা হয়।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে আপাতত ৩টি তদন্তকারী সংস্থা এই ঘটনায় তদন্ত শুরু করেছে। সিবিআই, ইডি এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর এই তদন্তে ঢুকে পড়ার কারণ রিয়া এবং তাঁর পরিবারের লোকজনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া কিছু তথ্য। যেখানে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীর সঙ্গে একাধিক ড্রাগ ডিলারের যোগ মিলেছে বলে জানতে পারা গেছে। কেন তাদের সঙ্গে যোগাযোগ? তা জানার চেষ্টা শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

বলিউডে ড্রাগের নেশার চল আছে বলে আগেও বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। সুশান্ত কাণ্ডেও নানাভাবে তা সামনে আসছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তারই তদন্ত শুরু করেছে। এমনকি রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর ভাইয়ের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ড্রাগ যোগের ইঙ্গিত পেয়েছেন তদন্তকারীরা। এদিকে এক কুখ্যাত ড্রাগ পাচারকারী জাইদ ভিলাত্রাকে ৭ দিনের এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তার ঠিক পরেই এই হানার ঘটনা ঘটল এদিন।

সকাল সাড়ে ৬টায় মুম্বইয়ের অভিজাত এলাকা জুহু-র তারা রোডের প্রাইম রোজ হাউজিং-এ রিয়া চক্রবর্তীদের ভাড়া করা ফ্ল্যাটে হানা দেন এনসিবি আধিকারিকরা। সঙ্গে ছিল প্রচুর পুলিশ। সেখান থেকেই সৌভিককে আটক করেন তাঁরা। জানা যাচ্ছে সৌভিক ও মিরান্ডাকে মুখোমুখি বসিয়েও জেরা করতে পারেন এনসিবি আধিকারিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts