National

দেশে একদিনে ৮৩ হাজার পার করল নতুন রোগীর সংখ্যা

দেশে একদিনে ৮৩ হাজার পার করল সংক্রমণ। যে ছবি আদপে এক শিউরে ওঠা চিত্র সামনে আনছে।

Published by
News Desk

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা অগাস্টের শেষে শিউরে ওঠার মত বেড়েছে। আমেরিকা, ব্রাজিলেও দৈনিক সংক্রমণ ভারতের চেয়ে অনেক কম। দৈনিক সংক্রমণে প্রায় ১ মাস হতে চলল ভারতই শীর্ষে রয়েছে। ক্রমশ ভারতে দৈনিক সংক্রমণ ৮০ হাজারের কাছে পৌঁছে যাচ্ছিল। এদিন তা সেই ৮০ হাজারি গণ্ডি পার করল। শুধু পারই করল না এক লাফে পৌঁছে গেল প্রায় ৮৪ হাজারের দরজায়। গত একদিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৮৩ জন। গত একদিনে রেকর্ড নমুনা পরীক্ষাও হয়েছে দেশে। এই প্রথম দেশে একদিনে ১১ লক্ষের ওপর নমুনা পরীক্ষা হল। ১১ লক্ষ ৭২ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। রেকর্ড নমুনা পরীক্ষায় হদিশ মিলল রেকর্ড সংক্রমণের।

রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা সাড়ে ৩৮ লক্ষ পার করে গেছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪০৬ জন। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা লম্বা লাফ দিয়েছে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৫৩৮ জন। প্রায় ৮৪ হাজারে পৌঁছনো সংক্রমণের পরও ১৪ হাজারের মত অ্যাকটিভ রোগী বৃদ্ধি রেকর্ড সংখ্যক সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরেই সম্ভব হয়েছে।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজার পার করেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬৭ হাজার পার করেছে। দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৭৬ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে সেখানে মৃত্যু হয়েছে ২৯২ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১১৩ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ৯৮ জনের। অন্ধ্রপ্রদেশে ৭২ জন প্রাণ হারিয়েছেন। দেশে করোনায় মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৭৩ শতাংশে।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে দেশে সুস্থতা রেকর্ড তৈরি রয়েছে। এই প্রথম দেশে একদিনে ৬৮ হাজারের ওপর মানুষ সুস্থ হয়ে উঠলেন। দেশে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ৫৮৪ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৭০ হাজার ৪৯২ জনে। দেশে সুস্থতার হার প্রায় ৭৭ শতাংশের কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts