National

শর্তসাপেক্ষে আকাশে মিলবে খাবার, পানীয়

বিমান যাত্রার সময় যাত্রীরা খাবার ও পানীয় পেতেন অনেক ক্ষেত্রে। যা করোনা পরিস্থিতিতে একদম বন্ধ ছিল। ফের তা শুরু হচ্ছে।

নয়াদিল্লি : দেশের মধ্যেই হোক বা আন্তর্জাতিক, বিমান যাত্রার সময় খাবার বা পানীয়ের সুবিধা যাত্রীরা পেয়ে থাকেন। অনেক সময় বিমান সংস্থার তরফেই তা পরিবেশন করা হয়। আবার অনেক সময় তা কিনে খেতে হয় যাত্রীদের। তবে বিমান যাত্রার সময় এগুলি পাওয়া যায়। পাওয়া যায় বলাটা হয়তো ভুল হবে। বলা ভাল পাওয়া যেত। কিন্তু করোনা এ দেশে মাথাচাড়া দিতে শুরু করার পর থেকে সব বন্ধ হয়। এমনকি বিমান চলাচলও বন্ধ হয়ে যায়।

গত ২৫ মার্চ থেকে দেশে বিমানপরিবহন বন্ধ হয়ে যায়। লকডাউন ঘোষণার পর থেকে। ফের ২৫ মে থেকে অল্প অল্প করে এ দেশে বিমান পরিষেবা চালু হয়। তবে দেশের মধ্যে। আন্তর্জাতিক বিমান এখনও চালুর অপেক্ষায়। তবে কিছু বিশেষ আন্তর্জাতিক বিমান পরিষেবা এখন চালু রয়েছে। বন্দে ভারত নাম দিয়ে এই পরিষেবায় মূলত বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে বা ভারত থেকে বিদেশে যেতেই হবে এমন ব্যক্তিদের সেখানে পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে। প্রসঙ্গত গত ২৩ মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

বিমান চালু হলেও বিমানে কোনও ধরনের খাবার বা পানীয় পরিবেশন করা বন্ধ ছিল। কেন্দ্র জানিয়ে দিয়েছিল বিমানে খাবার বা পানীয় পরিবেশন করা যাবে না। এবার সেই জায়গা থেকে সরে এল কেন্দ্র। আনলক ৪ পর্ব শুরুর মুখে কেন্দ্র জানিয়ে দিল বিমানে যাত্রীদের খাবার বা পানীয় সার্ভ করা যাবে। তবে শর্ত মেনে।

কেন্দ্র জানিয়ে দিয়েছে খাবার দিতে গেলে তা প্যাকেটবন্দি খাবার হতেই হবে। যা যাত্রীরা নিজেরাই খুলে খেতে পারবেন। পানীয়ের ক্ষেত্রে আগে গ্লাসে ঢেলে দেওয়ার রীতি ছিল। তা এখন আর হবে না। পানীয় দেওয়া যাবে ঠিকই, তবে তা প্যাকেটবন্দি হতে হবে। সেটা যাত্রীরাই খুলে পান করবেন। খাবার খাওয়ার জন্য প্লেট বা কাঁটা ও চামচ জাতীয় জিনিস দ্বিতীয়বার ব্যবহারযোগ্য দেওয়া যাবেনা। যা দেওয়া হবে তা একবার ব্যবহারের পর ফেলে দিতে হবে। তাও দিতে হবে মোড়কে বন্দি অবস্থায়। যাত্রীরা খাবার নিজেরাই সেই প্লেট বা কাঁটা, চামচ প্যাকেট খুলে বার করে ব্যবহার করবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025