National

দেশে রেকর্ড গড়ে ৭৭ হাজারের ওপর নতুন রোগী, ১ হাজারের ওপর মৃত্যু

সব রেকর্ড মুছে দিয়ে ৭৭ হাজার পার করে গেল দেশে একদিনে সংক্রমণ। যা একটি রেকর্ড। অন্যদিকে মৃত্যু ফের একদিনে হাজার পার করল।

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। গত ২১ দিন ধরে বিশ্বে দৈনিক সংক্রমণের নিরিখে ১ নম্বর স্থানটা ধরেও রেখেছে ভারত। আগের দিন ৭৫ হাজার পার করে সকলকে চমকে দিয়েছিল ভারত। সেই সংখ্যাও টপকে গেল গত একদিনে। আরও লাফিয়ে ৭৭ হাজার পার করে গেল সংখ্যাটা। তবে কী এবার দিনে ১ লাখের ওপর সংক্রমণ ধরা পড়ার অপেক্ষা? এমন প্রশ্নও করছেন অনেকে। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৭৭ হাজার ২৬৬ জন। গত একদিনে দেশে নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৯ লক্ষ ১ হাজার ৩৩৮টি। নমুনা পরীক্ষা কমলেও সংক্রমিত বেড়েছে এদিন।

গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০০ জন। এদিকে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এতদিন অল্প করে বাড়ছিল। একদিনে সুস্থতা একদিনে সংক্রমিতের চেয়ে বেশি হলে অ্যাকটিভ রোগী কমেও গিয়েছিল। কিন্তু এদিন সংক্রমিতের সংখ্যায় লম্বা লাফে তা অনেকটা বেড়েছে। দাঁড়িয়েছে ৭ লক্ষ ৪২ হাজার ২৩ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত ৩ দিন টানা ১ হাজার পার করেছে মৃত্যু। ১ হাজার ৫৭ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬১ হাজার ৫২৯ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। ৩৫৫ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১৪১ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১০৯ জনের। অন্ধ্রপ্রদেশে ৯২ জন প্রাণ হারিয়েছেন। দেশে করোনায় মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৮৩ শতাংশে। যেখানে বিশ্বে এখন মৃত্যুর হার প্রায় সাড়ে ৩ শতাংশ।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে অবশ্য দেশে নতুন সংক্রমণের তুলনায় সুস্থ মানুষের সংখ্যা অনেকটাই কম। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ১৭৭ জন। এর ফলে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৩ হাজার ৯৪৮ জন। দেশে সুস্থতার হার ৭৬ শতাংশ পার করে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025