National

দেশে রেকর্ড গড়ে ৭৭ হাজারের ওপর নতুন রোগী, ১ হাজারের ওপর মৃত্যু

সব রেকর্ড মুছে দিয়ে ৭৭ হাজার পার করে গেল দেশে একদিনে সংক্রমণ। যা একটি রেকর্ড। অন্যদিকে মৃত্যু ফের একদিনে হাজার পার করল।

Published by
News Desk

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। গত ২১ দিন ধরে বিশ্বে দৈনিক সংক্রমণের নিরিখে ১ নম্বর স্থানটা ধরেও রেখেছে ভারত। আগের দিন ৭৫ হাজার পার করে সকলকে চমকে দিয়েছিল ভারত। সেই সংখ্যাও টপকে গেল গত একদিনে। আরও লাফিয়ে ৭৭ হাজার পার করে গেল সংখ্যাটা। তবে কী এবার দিনে ১ লাখের ওপর সংক্রমণ ধরা পড়ার অপেক্ষা? এমন প্রশ্নও করছেন অনেকে। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৭৭ হাজার ২৬৬ জন। গত একদিনে দেশে নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৯ লক্ষ ১ হাজার ৩৩৮টি। নমুনা পরীক্ষা কমলেও সংক্রমিত বেড়েছে এদিন।

গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০০ জন। এদিকে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এতদিন অল্প করে বাড়ছিল। একদিনে সুস্থতা একদিনে সংক্রমিতের চেয়ে বেশি হলে অ্যাকটিভ রোগী কমেও গিয়েছিল। কিন্তু এদিন সংক্রমিতের সংখ্যায় লম্বা লাফে তা অনেকটা বেড়েছে। দাঁড়িয়েছে ৭ লক্ষ ৪২ হাজার ২৩ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত ৩ দিন টানা ১ হাজার পার করেছে মৃত্যু। ১ হাজার ৫৭ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬১ হাজার ৫২৯ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। ৩৫৫ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১৪১ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১০৯ জনের। অন্ধ্রপ্রদেশে ৯২ জন প্রাণ হারিয়েছেন। দেশে করোনায় মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৮৩ শতাংশে। যেখানে বিশ্বে এখন মৃত্যুর হার প্রায় সাড়ে ৩ শতাংশ।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে অবশ্য দেশে নতুন সংক্রমণের তুলনায় সুস্থ মানুষের সংখ্যা অনেকটাই কম। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ১৭৭ জন। এর ফলে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৩ হাজার ৯৪৮ জন। দেশে সুস্থতার হার ৭৬ শতাংশ পার করে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts