National

দেশে নতুন রোগীর চেয়ে সুস্থ হলেন অনেক বেশি, কমল মৃত্যুর হার

দেশে ৬০ হাজার পার নতুন সংক্রমণ ধরা পড়েছে গত ১ দিনে। তারপরেও সুস্থ হলেন তার চেয়ে অনেক বেশি মানুষ।

Published by
News Desk

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। কদিন আগেই তা লাফ দিয়ে পৌঁছে গিয়েছিল ৭০ হাজারের দরজায়। গত ২ দিনে সেই প্রবণতায় ছেদ পড়ল। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৬০ হাজার ৯৭৫ জন। ৫০০-র মত কমল তার আগের দিনের তুলনায় সংক্রমণ।

গত একদিনে আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা অবশ্য অনেকটা বেড়েছে। ৩ লক্ষের ওপর নমুনা পরীক্ষা বেড়ে গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৯ লক্ষ ২৫ হাজার ৩৮৩টি। নমুনা পরীক্ষা এতটা বাড়ার পরও সংক্রমণ প্রায় এক জায়গায় থেকে যাওয়া অবশ্যই সামান্য হলেও স্বস্তির।

গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লক্ষ ৬৭ হাজার ৩২৩ জন। গত একদিনে দেশে নতুন সংক্রমিতের চেয়ে অনেক বেশি মানুষ সুস্থ হওয়ায় এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে গেছে দেশে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৪ হাজার ৩৪৮ জন। আগের দিন যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৭৭১ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে ৮৪৮ জন রোগীর মৃত্যু হয়েছে। প্রতিদিনই প্রায় ৯০০ জন করে বাড়ছে মৃতের সংখ্যা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে ৫৮ হাজার পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮ হাজার ৩৯০ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। ২১২ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১২৭ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ৯৭ জনের। অন্ধ্রপ্রদেশে ৮৬ জন প্রাণ হারিয়েছেন। দেশে করোনায় মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৮৫ শতাংশে। যেখানে বিশ্বে এখন মৃত্যুর হার প্রায় সাড়ে ৩ শতাংশ।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন দেশে নতুন সংক্রমিতের সংখ্যাকে ছাপিয়ে গেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। প্রায় ৬ হাজার বেশি।

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৬ হাজার ৫৫০ জন। এর ফলে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ২৪ লক্ষ পার করে গেল। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৪ হাজার ৫৮৫ জন। দেশে সুস্থতার হার ৭৫ শতাংশ পার করে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus