National

পুরুষের বেশে কিশোরীকে যৌন নিগ্রহ, গ্রেফতার তরুণী

Published by
News Desk

পুরুষের বেশে ১২ বছরের এক কিশোরীর সঙ্গে প্রথমে বন্ধুত্ব পাতায় সে। তারপর পুরুষের বেশেই দিনের পর দিন চলে ওই কিশোরীর ওর যৌন নিগ্রহ। ওই কিশোরী আটকানোর চেষ্টা করলে তাকে মোবাইলে তোলা তার নগ্ন ছবি দেখিয়ে ভয় দেখাত সে। ফলে মুখে কুলুপ এঁটে সব সহ্য করে যাচ্ছিল কিশোরীটি। হালে তার অভিভাবকরা স্কুল ব্যাগের মধ্যে থেকে বেশ কিছু প্রেমপত্র পান। জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। এরপর বাবা-মায়ের কাছে সব খুলে বলে কিশোরী। তখনই অভিভাবকরা পুলিশে অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় সিনি নামে বছর ২৬-এর এক তরুণীকে। এই তরুণীই ওই কিশোরীকে পুরুষের বেশে যৌন নিগ্রহ করত বলে অভিযোগ। ওই তরুণীর মোবাইল ও সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোচির পাল্লুরুথি এলাকার এই ঘটনায় ফের কেরালায় শিশুদের প্রতি যৌন নির্যাতনের ঘটনা সামনে এল। তবে ব্যতিক্রম একটাই। অন্যান্য ক্ষেত্রে অভিযুক্তরা পুরুষ হলেও, এক্ষেত্রে কিশোরীকে যৌন নিগ্রহে অভিযুক্ত একজন তরুণী। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Share
Published by
News Desk