National

দেশে ২৯ লক্ষ পার রোগীর সংখ্যা, একদিনে সুস্থও রেকর্ড সংখ্যক রোগী

দেশে যখন সংক্রমণ কমার আশায় বুক বাঁধছিলেন মানুষ, ঠিক তখনই সব আশায় জল ঢেলে ৭০ হাজারে পৌঁছে যায় সংক্রমণ। গত একদিনেও তার কাছেই রয়ে গেল সংখ্যাটা।

Published by
News Desk

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। আগের দিন তা লাফ দিয়ে পৌঁছে গিয়েছিল ৭০ হাজারের দরজায়। যা একটি রেকর্ড। গত একদিনে সেই সংখ্যাটা অতি সামান্য কমেছে। যা সেই অর্থে গণনায় আসে না। তাই এটা বলাই যায় যে প্রায় আগের দিনের জায়গাতেই রয়ে গেল সংক্রমণ। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৬৮ হাজার ৮৯৮ জন। গত দিনের তুলনায় মাত্র কয়েকশো কম। গত একদিনে দেশে নমুনা পরীক্ষা অবশ্য অনেকটা কমেছে। গত একদিনে ৮ লক্ষ ৫ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা তার আগের দিনের চেয়ে ১ লক্ষ ১৩ হাজার কম।

গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর বর্তমানে দেশে এখন করোনা রোগীর মোট সংখ্যা ২৯ লক্ষ পার করেছে। দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৫ হাজার ৮২৩ জন। যার মধ্যে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯২ হাজার ২৮ জন। দেশে সুস্থ হয়ে ওঠা পাল্লা দিয়ে প্রতিদিন বাড়তে থাকায় সংখ্যার নিরিখে অ্যাকটিভ রোগীর সংখ্যা দৈনিক সংক্রমণের নিরিখে কমই থাকছে।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে ৯৮৩ জন রোগীর মৃত্যু হয়েছে। প্রতিদিনই প্রায় ১ হাজার করে বাড়ছে মৃতের সংখ্যা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে ৫৪ হাজার পার করে প্রায় ৫৫ হাজারের দরজায় পৌঁছে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৮৪৯ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু লাফ দিয়েছে। ৩২৬ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১০২ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১১৬ জনের। অন্ধ্রপ্রদেশে ৯৫ জন প্রাণ হারিয়েছেন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠেছেন দেশে। সুস্থ হয়ে উঠেছেন ৬২ হাজার ২৮২ জন। যা একদিনে সুস্থ হয়ে ওঠার নিরিখে রেকর্ড। এর ফলে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা সাড়ে ২১ লক্ষ পার করে গেল। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লক্ষ ৫৮ হাজার ৯৪৬ জন। দেশে এখন সুস্থতার হার ৭৪ শতাংশের ওপরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts