National

ফের হাজারের ওপর মৃত্যু, সুস্থ হলেন রেকর্ড সংখ্যক মানুষ

ফের ১ হাজার টপকে গেল দেশে একদিনে করোনায় মৃত্যু। অবশ্য এর আগেও ১ হাজার পার করেছে মৃত্যু। অন্যদিকে সুস্থও হলেন রেকর্ড সংখ্যক মানুষ।

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। ৫০ হাজারের ঘরে দৈনিক সংক্রমণ নেমে গেলেও ফের তা লাফিয়ে পৌঁছে গেল ৬৪ হাজারের ঘরে। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৬৪ হাজার ৫৩১ জন। গত দিনের তুলনায় যা প্রায় সাড়ে ৯ হাজার বেশি। তার আগের দিন প্রায় ৯ লক্ষে পৌঁছেছিল নমুনা পরীক্ষা। গত একদিনে কিন্তু ৮ লক্ষ ১ হাজার ৫১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রায় ৯৮ হাজার কম। প্রায় ১ লক্ষের কাছে কম নমুনা পরীক্ষা হলেও এদিন কিন্তু সাড়ে ৯ হাজার গত দিনের তুলনায় রোগীর সংখ্যা বৃদ্ধি পেল।

গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর বর্তমানে দেশে এখন করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২৭ লক্ষ ৬৭ হাজার ২৭৩ জন। যার মধ্যে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৭৬ হাজার ৫১৪ জন। দেশে কিন্তু এখনও একদিন কিছুটা সংখ্যার নিরিখে স্বস্তি মিললেও তারপর দিনই দেখা যাচ্ছে বদলে যাচ্ছে চিত্র। ফের চিন্তার ভাঁজ পুরু হচ্ছে।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে ১ হাজারের ওপর মৃত্যুর ঘটনা ঘটল। এর আগেও অবশ্য দেশে মৃত্যু একদিনে হাজার টপকেছে। এদিন ফের তা ঘটল। গত একদিনে ১ হাজার ৯২ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে ৫২ হাজার পার করে প্রায় ৫৩ হাজারের দরজায় পৌঁছে গেল ভারতে করোনায় মৃত্যু।

বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৮৮৯ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে মৃত্যু গত একদিনে লাফ দিয়েছে। ৪২২ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১২১ জনের। অন্ধ্রপ্রদেশে ৮৮ জন প্রাণ হারিয়েছেন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন রেকর্ড সংখ্যক মানুষ। এই প্রথম একদিনে ৬০ হাজারের ওপর মানুষ সুস্থ হয়ে ফিরলেন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ৯১ জন। এর ফলে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ২০ লক্ষ পার করে গেল। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৩৭ হাজার ৮৭০ জন। দেশে এখন সুস্থতার হার ৭২ শতাংশের ওপরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025