National

তাজমহলের শহরে জোড়া বিস্ফোরণ

Published by
News Desk

তাজমহলে আইসিস হানার সম্ভাবনার কথা সামনে আসতেই বাড়ানো হয়েছে সেখানকার নিরাপত্তা। কিন্তু সেই আশঙ্কা সামনে আসার পরদিনই আগ্রা ক্যান্টনমেন্টের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটল। তবে বিস্ফোরণের তীব্রতা কম থাকায় বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে সকাল পৌনে ৭টা নাগাদ বিস্ফোরণ দুটি ঘটে। একটি হয় রেল লাইনের ধার ঘেঁষা জঞ্জালের স্তূপে। অন্যটি হয় জঞ্জালের স্তূপের পাশে অস্থায়ী ঝুপড়িতে। তবে ২টি বিস্ফোরণে কেউ আহত হননি। কী থেকে বিস্ফোরণ তাও পুলিশের কাছে এখনও স্পষ্ট নয়। এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞেরা। এদিকে আইসিস হামলার সম্ভাবনার খবরের পরই এমন ২টি বিস্ফোরণে আগ্রাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কিত পর্যটকরাও।

 

Share
Published by
News Desk