National

দেশে একদিনে নতুন রোগীর চেয়ে সুস্থ হলেন অনেক বেশি মানুষ

করোনায় যত মানুষ একদিনে আক্রান্ত হয়েছেন, তার চেয়ে বেশি মানুষ একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে নতুন রেকর্ড।

Published by
News Desk

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। এদিনও তা বেড়েছে। আর দৈনিক যে সংখ্যা এই কদিন হচ্ছিল তারই কাছে রয়ে গেছে। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৫৫ হাজার ৭৯ জন। গত দিনের তুলনায় যা প্রায় হাজার দুয়েক কম। কিন্তু এখানে ২টি বিষয় লক্ষণীয়। এক হল এই সংখ্যা পাওয়া গিয়েছে প্রায় ৯ লক্ষ নমুনা পরীক্ষা করে। নতুন পরীক্ষার নিরিখে যা দেশে রেকর্ড।

গত একদিনে ৮ লক্ষ ৯৯ হাজার ৮৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে থেকে ৫৫ হাজার ৭৯ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। অন্যদিকে এদিন যত মানুষ সংক্রমণের শিকার হয়েছেন তার চেয়ে বেশি মানুষ সুস্থ হয়ে ফিরেছেন। এটা অবশ্যই দেশে একটা রেকর্ড। দেশের মানুষের জন্যও স্বস্তির।

গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর বর্তমানে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ২৭ লক্ষ পার করে গেল। কম বেশি করে দৈনিক রোগী ধরা পড়লেও তা কিন্তু সংখ্যার নিরিখে চিন্তার পর্যায় রয়েই যাচ্ছে। দেশে এখন করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২৭ লক্ষ ২ হাজার ৭৪২ জন। যার মধ্যে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৬ জন। লক্ষণীয় যে ৫৫ হাজারের ওপর নতুন রোগী পাওয়ার পরও দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা হাজার দুয়েকের ওপর কমে গেছে। যা অবশ্যই এরমধ্যেও সুখবর।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে ৮৭৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে ৫১ হাজার পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৭৯৭ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ২২৮ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১২০ জনের। অন্ধ্রপ্রদেশে ৮২ জন প্রাণ হারিয়েছেন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে দেশে সুস্থ হয়ে ফিরেছেন ৫৭ হাজার ৯৩৭ জন। এর ফলে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৭৭ হাজার ৭৭৯ জন। দেশে এখন সুস্থতার হার ৭২ শতাংশের ওপরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts