National

৫০ হাজার পার করল মৃত্যু, একদিনে প্রায় এক নতুন রোগী ও সুস্থতা

করোনায় মৃত্যু প্রায় ১ হাজার করে বাড়ছিল প্রতিদিন। অবশেষে তা পার করে গেল ৫০ হাজারের গণ্ডি।

Published by
News Desk

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। টানা বেশ কয়েকদিন দৈনিক ৬০ হাজারের ওপর নতুন রোগীতে দাঁড়িয়ে গিয়েছিল পরিস্থিতি। তবে তা গত একদিনে সামান্য কমল। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছেন ৫৭ হাজার ৯৮১ জন। গত দিনের তুলনায় যা প্রায় হাজার ছয়েক কম। গত একদিনে নমুনা পরীক্ষা দেশে তার আগের দিনের তুলনায় কমেছে। ৭ লক্ষ ৩১ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত একদিনে। তার মধ্যে থেকে ৫৭ হাজার ৯৮১ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। নমুনা পরীক্ষা যেমন তার আগের দিনের তুলনায় কমেছে। সংক্রমিতের সংখ্যাও তেমনই আগের দিনের তুলনায় কমেছে।

গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর বর্তমানে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ২৬ লক্ষ পার করে গেল। কম বেশি করে দৈনিক রোগী ধরা পড়লেও তা কিন্তু সংখ্যার নিরিখে চিন্তার পর্যায়ে রয়েই যাচ্ছে। দেশে এখন করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২৬ লক্ষ ৪৭ হাজার ৬৬৩ জন। যার মধ্যে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৭৬ হাজার ৯০০ জন। লক্ষণীয় যে ৫৭ হাজারের ওপর নতুন রোগী পাওয়ার পরও দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমে গেছে। যা অবশ্যই এরমধ্যেও সুখবর।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে ৯৪১ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে ৫০ হাজার পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৯২১ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ২৮৮ জনের। যার হাত ধরে শুধু মহারাষ্ট্রেই করোনায় মৃত্যু ২০ হাজার পার গেল। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১২৫ জনের। অন্ধ্রপ্রদেশে ৮৮ জন প্রাণ হারিয়েছেন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যা দেশবাসীকে কিছুটা হলেও এই পরিস্থিতিতে স্বস্তি দিচ্ছে। গত একদিনে দেশে সুস্থ হয়ে ফিরেছেন ৫৭ হাজার ৫৮৪ জন। এর ফলে দেশে করোনামুক্ত মানুষের সংখ্যা ১৯ লক্ষ পার করে গেল। এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪২ জন। দেশে এখন সুস্থতার হার ৭০ শতাংশের ওপরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts