National

করোনায় দেশে ৫০ হাজারের দরজায় পৌঁছে গেল মৃত্যু

দেশে করোনার জেরে মৃত্যু বাড়তে বাড়তে এবার ৫০ হাজারের দরজায় পৌঁছে গেল। নতুন করে ১ দিনে সংক্রমণ ৬৩ হাজারের ঘরে।

Published by
News Desk

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। এখন দৈনিক ৬০ হাজারের ওপর নতুন রোগীতে দাঁড়িয়ে গেছে পরিস্থিতি। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছেন ৬৩ হাজার ৪৯০ জন। গত দিনের তুলনায় যা সামান্য কম। গত একদিনে দেশে নমুনা পরীক্ষা তার আগের দিনের তুলনায় কমেছে। ৭ লক্ষ ৪৬ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত একদিনে। যা রেকর্ড। তার মধ্যে থেকে ৬৩ হাজার ৪৯০ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। নমুনা পরীক্ষাও তার আগের দিনের তুলনায় কমেছে। সংক্রমিতের সংখ্যাও আগের দিনের তুলনায় কমেছে।

গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর বর্তমানে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ২৬ লক্ষের দরজায় পৌঁছে গেছে। যেদিকে এগোচ্ছে তাতে প্রতি ৩ দিনে প্রায় ২ লক্ষ করে বেড়ে যাচ্ছে দেশে নতুন রোগীর সংখ্যা। দেশে এখন করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২ জন। যার মধ্যে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৭৭ হাজার ৪৪৪ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে ৯৪৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে এদিন ৫০ হাজারের দরজায় পৌঁছে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৯৮০ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৩২২ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১২৭ জনের। অন্ধ্রপ্রদেশে ৮৭ জন প্রাণ হারিয়েছেন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যা দেশবাসীকে কিছুটা হলেও এই পরিস্থিতিতে স্বস্তি দিচ্ছে। গত একদিনে দেশে সুস্থ হয়ে ফিরেছেন ৫৩ হাজার ৩২২ জন। এর ফলে দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লক্ষ ৬২ হাজার ২৫৮ জন। দেশে এখন সুস্থতার হার ৭০ শতাংশের ওপরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus