National

ফের রেকর্ড, একদিনে ৬০ হাজার পার নতুন রোগী

দেশে একদিনে ৬০ হাজারও পার করে গেল নতুন রোগীর সংখ্যা। যা অবশ্যই দেশবাসীর জন্য চিন্তার কারণ হচ্ছে।

Published by
News Desk

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এতদিন প্রতিদিন ৫০ হাজারের ওপর রোগীর হদিশ মিলছিল দেশে। এবার তা ৬০ হাজার পার করে গেল। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৬২ হাজার ৫৩৮ জন। ৬ লক্ষ ৩৯ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া গিয়েছে। তার আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা কিছুটা কমেছে। কিন্তু রোগীর সংখ্যা গত দিনের তুলনায় অনেকটা বেড়েছে। আগের দিন ছিল ৫৬ হাজারি ঘরে। সেখান থেকে লাফ দিয়ে গত একদিনে করোনা রোগীর সংখ্যা পৌঁছে গেছে ৬২ হাজারের ঘরে।

দেশে দৈনিক রোগীর বৃদ্ধি হয়েই চলেছে। তা প্রতিদিন আরও বাড়ছে। এদিকে গত একদিনের সংখ্যার পর বর্তমানে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ২০ লক্ষ পার করে গেল। দেশে এখন করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২০ লক্ষ ২৭ হাজার ৭৪ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা গত একদিনে ৬ লক্ষে ঢুকে পড়ল। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৭ হাজার ৩৮৪ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৮৮৬ জন। যা গত দিনের তুলনায় সামান্য হলেও কম। এদিন করোনা রোগীর সংখ্যা যেমন লাফ দিয়ে বেড়েছে করোনায় মৃত্যু সেদিক থেকে সামান্য কমেছে গত দিনের সাপেক্ষে। এদিকে এদিনের মৃতের সংখ্যার হাত ধরে এদিন ৪১ হাজার পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪১ হাজার ৫৮৫ জন। মৃতের সংখ্যা দেশের মানুষের চিন্তা বাড়াচ্ছে। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থাই এখনও সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৩১৬ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১১০ জনের। এদিকে দেশে কিন্তু সাকুল্যে মৃত্যুর হার প্রতিদিনই সামান্য করে কমছে।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যা দেশবাসীকে অনেকটা স্বস্তি দিচ্ছে। গত একদিনে দেশে ৪৯ হাজার ৭৬৯ জন সুস্থ হয়ে ফিরেছেন। এর ফলে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৭৮ হাজার ১০৫ জন। যার হাত ধরে দেশে বাড়ছে সুস্থতার হারও। ৬৭ শতাংশের ওপর চলে গেছে দেশে সুস্থতার হার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts