National

প্রধানমন্ত্রীর জন্য তৈরি হল বিশেষ মাস্ক, উপহার পাবেন ভূমি পুজোর দিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিশেষ মাস্ক উপহার পেতে চলেছেন অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর দিন।

Published by
News Desk

বারাণসী : আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো। তারপর প্রধানমন্ত্রী নিজে হাতে শিলান্যাস করবেন রাম মন্দিরের। এই অনুষ্ঠান ঘিরে অযোধ্যায় এখন সাজ সাজ রব। এদিকে বারাণসীর এক বয়নশিল্পী বা চলতি কথায় তাঁতি প্রধানমন্ত্রীর জন্য বানিয়ে ফেললেন একটি বিশেষ মাস্ক। একটা মাস্ক বানাতে তাঁর লেগেছে ১৫ দিন। বিশেষত্বে ভরা এই মাস্ক উপহার হিসাবে তিনি তুলে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে।

অবশ্য নিজে যেতে পারবেননা। জেলা আধিকারিকদের হাতেই তা উপহার হিসাবে পৌঁছবে প্রধানমন্ত্রী পর্যন্ত। ওই শিল্পীর আক্ষেপ তিনি এতদিন দেখেছেন প্রধানমন্ত্রী মাস্ক সে অর্থে ব্যবহার করেননা। বরং গামছা ব্যবহার করেন মুখ ঢাকতে। তাই এবার তিনি প্রধানমন্ত্রীর জন্য যত্ন করে একটি মাস্ক তৈরি করে দিয়েছেন।

মাস্কটি যথেষ্ট বৈচিত্র্যে ভরা। এটি তৈরি হয়েছে সিল্ক ও সুতির মিশ্রণে। লাল ও সোনালি রং রয়েছে মাস্কটিতে। সাধারণ মাস্কের তুলনায় এটি অনেকটাই বড়। লম্বায় ৭২ ইঞ্চি এবং চওড়ায় ২২ ইঞ্চি। যা সাধারণত মাস্কের মাপ হয়না। মাস্কের ওপর সুতো দিয়ে সুন্দর করে লেখা থাকছে জয় শ্রী রাম, অযোধ্যা পবিত্র ধাম। এছাড়া মাস্কের ২ কোণায় সুতো দিয়ে কাজ করা থাকছে ২টি ধনুক। শ্রী রামচন্দ্রের ধনুক।

প্রসঙ্গত বারাণসীতে এখন প্রায় সব মন্দিরের বিগ্রহকেই মাস্ক পরানো হচ্ছে। যাতে তাঁরা দূষণ থেকে দূরে থাকতে পারেন। দূরে থাকতে পারেন করোনার। মানুষের মত করেই তাঁদের মাস্কে মুখ ঢাকা হচ্ছে। বাচ্চা লাল সেই বারাণসীরই এক বয়নশিল্পী। তিনি বলেই নয়, বারাণসী জুড়েই ছড়িয়ে আছেন অনেক বয়নশিল্পী। তাঁরা এখন সব কাজ ফেলে দিন রাত এক করে তৈরি করছেন মাস্ক। এটাই এখন তাঁদের রুটিরুজির উপায়। এই চাপের মধ্যেও বাচ্চা লাল প্রধানমন্ত্রীর জন্য ১৫ দিন ধরে তৈরি করেছেন ওই বিশেষ মাস্ক। যা অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর সময় প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসাবে পৌঁছবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts