ফাইল : অশোক গেহলৌত, ছবি - আইএএনএস
জয়পুর : রাজস্থানে অশোক গেহলৌত বনাম শচীন পাইলট দ্বন্দ্বের পর কংগ্রেসের শচীনের বিরুদ্ধে কড়া অবস্থান। তারপর রাজস্থানে গেহলৌত সরকার টেকানোর উদ্যোগ। টানা কদিন ধরে টানটান পরিস্থিতির পর অশোক গেহলৌত চেয়েছিলেন বিধানসভার বিশেষ অধিবেশনের ডাক দিতে। সরকারের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের অবকাশ চাইছিলেন তিনি। আর সেখানেই বেঁকে বসেন রাজ্যপাল কলরাজ মিশ্র। রাজ্যপাল অনুমতি না দিলে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা যাবেনা। তাই রাজ্যপালের কাছে বারবার দরবার করতে থাকেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত।
রাজ্যপাল অবশ্য তাঁর আবেদন ফিরিয়েই দিচ্ছিলেন। বিষয়টি নিয়ে গেহলৌত নিজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। তারপরেও বরফ গলেও গলছিল না। গত বুধবার তাঁর আবেদন নাকচ করেন রাজ্যপাল বলে জানান অশোক গেহলৌত। জানান তিনি রাজ্যপালের কাছ থেকে প্রেম পত্র পেয়েছেন। তাই আবার আবেদন নিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
ফের রাজ্যপালের সঙ্গে দেখা করেন অশোক গেহলৌত। অবশেষে তাতে কাজ হয়। কলরাজ মিশ্র রাজস্থানে অবশেষে বিধানসভার বিশেষ অধিবেশনে সম্মতি দেন। আগামী ১৪ অগাস্ট বিশেষ অধিবেশন বসবে বলে জানান তিনি। তবে বিধানসভা অধিবেশনে বসলেও যেন করোনা বিধি পালন হয় তা দেখতে বলেছেন রাজ্যপাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা