National

কড়া লকডাউন, মাস্ক না পরায় ছাগলকে গ্রেফতার করল পুলিশ

মাস্ক না পরে রাস্তায় বার হলে পুলিশ গ্রেফতারও করছে। মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাবলে ছাগল! কিন্তু তেমনই তো হল!

Published by
News Desk

কানপুর (উত্তরপ্রদেশ) : মুখে মাস্ক নেই কেন! ওঠাও গাড়িতে। গাড়িতে মানে পুলিশের জিপে। তারপর সোজা পুলিশ স্টেশন। কিছু করার নেই। মাস্ক না পরে রাস্তায় বার হলে তো পুলিশের গ্রেফতারির মুখে পড়তেই হবে। কিন্তু সে তো মানুষ হলে হত! তাবলে ছাগল! ছাগল মুখে মাস্ক পরেনি বলে তাকে গ্রেফতার!

হৈচৈ ফেলে দিয়েছে এই খবর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। লকডাউনের মধ্যে রাস্তায় ছাগলটিকে মুখে মাস্ক না পরে ঘুরতে দেখে যে পুলিশকর্মী তাকে গ্রেফতার করে থানায় আনেন তিনি স্পষ্ট জানিয়েছেন, মানুষ এখন তার পোষা কুকুরকেও মাস্ক পরাচ্ছে। তাহলে ছাগলের মুখে মাস্ক থাকবেনা কেন? যদিও তাঁর এই যুক্তির তোয়াক্কা না করে গোটা পুলিশ বিভাগ এখন নেমেছে বিষয়টি অন্যভাবে বোঝাতে।

পুলিশের দাবি, আসলে মাস্ক না পরে এক যুবক ঘুরছিল। তাকে গ্রেফতার করা হয়। তখনই মনে হয় তার সঙ্গেই ছাগলটি রয়েছে। তাই তাকেও তুলে আনা হয়েছিল। যদিও যিনি গ্রেফতার করেছেন তিনি সাফ জানিয়েছেন ছাগলটি মুখে মাস্ক না পরায় তাকে গ্রেফতার করেন তিনি। এদিকে ছাগলকে পুলিশ গ্রেফতার করেছে শুনে হন্তদন্ত হয়ে সোজা পুলিশ স্টেশনে হাজির হন ছাগলের মালিক। তারপর অনেক কাকুতি মিনতি করে ছাগলকে ফেরত পান। তবে শর্তও দেওয়া হয়েছে। আর যেন কখনও ওই ছাগলকে মাস্ক ছাড়া রাস্তা না দেখা যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk