পরীক্ষার ছুতোয় তরুণীর গোপন অঙ্গে হাত, গ্রেফতার চিকিৎসক
তরুণী রোগিণীকে পরীক্ষার ছুতোয় তাঁর গোপনাঙ্গে বারবার হাত দিল চিকিৎসক। তরুণীর অভিযোগে গ্রেফতার চিকিৎসক।
আলিগড় (উত্তরপ্রদেশ) : গত সোমবার হাসপাতালে ভর্তি হন ২৫ বছরের এক তরুণী। তাঁর করোনা উপসর্গ থাকায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ওই তরুণীর অভিযোগ, গত মঙ্গলবার গভীর রাতে মহিলাদের আইসোলেশন ওয়ার্ডে হাজির হয় এক চিকিৎসক। বছর ৩০-এর ওই চিকিৎসক তাঁকে পরীক্ষা করতে গিয়ে তাঁর দেহের গোপন স্থানে হাত দিতে থাকে। এই ঘটনা ঘটার পর পরদিন অর্থাৎ বুধবার সকালেই ফের ওই ওয়ার্ডে হাজির হয় ওই চিকিৎসক।
তরুণীর অভিযোগ রাতে ওই চিকিৎসক যেভাবে তাঁর দেহের গোপন স্থানে হাত দিয়েছিল, ঠিক সেভাবেই সকালেও হাত দিতে থাকে। এরপর প্রতিবাদ করেন ওই তরুণী। পরে তিনি পুলিশে অভিযোগ করেন। ওই তরুণীর অভিযোগক্রমে বছর ৩০-এর ওই চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনায় আদালত হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্ট তলব করেছে।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে পুলিশ দেখে করোনা ওয়ার্ড হলেও ওই চিকিৎসক রাতে যখন সেখানে প্রবেশ করে তখন না ছিল তার পিপিই পরা, না ছিল হাতে দস্তানা। ওই তরুণী দিল্লিতে কর্মরতা। তিনি এসেছিলেন আলিগড়ে তাঁর নিজের বাড়িতে। সেখানেই তাঁর করোনা উপসর্গ ধরা পড়ে। তিনি করোনা পজিটিভ হন। তারপরই তাঁকে দীনদয়াল হাসপাতালে ভর্তি করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













