Categories: National

‘স্বেচ্ছায় নয়, সিঙ্গুর ছাড়তে হয় বাধ্য হয়ে’

Published by
News Desk

স্বেচ্ছায় নয়, তাদের সিঙ্গুর ছাড়তে হয়েছে বাধ্য হয়ে। রীতিমত পরিকল্পনা করে তাদের সিঙ্গুর ছাড়া করা হয়। এদিন সিঙ্গুর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে এমনই জানাল টাটা মোটরস। আদালতে তাদের আরও দাবি, ২০০৮-এ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে তাদের ওপর চাপ তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সেসময়ে কিভাবে সিঙ্গুরের জমি অধিগ্রহণ করেছিল তাও আদালতের কাছে খোলাখুলি জানায় সংস্থা। বিরোধী তৃণমূলের প্রতিরোধের মুখে সিঙ্গুর থেকে ন্যানো কারখানা গুটিয়ে গুজরাটে চলে যায় টাটা মোটরস। অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দেওয়ার দাবিকে সামনে রেখে তৃণমূলের সেই আন্দোলন রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। পরে সিঙ্গুর মামলা গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত।

Share
Published by
News Desk