Categories: National

নারী দিবসেই ধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টা

Published by
News Desk

আন্তর্জাতিক নারী দিবসের দিনেই ধর্ষণের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের নয়ডায়। দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় ১৫ বছরের ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই কিশোরী। কিশোরীর অভিযোগ তাকে গত এক বছর ধরে উত্ত্যক্ত করত তাদেরই এলাকার বছর কুড়ির এক যুবক। ওই যুবকের ভয়ে স্কুলও ছেড়ে দেয় সে। রাস্তায় ঘাটে তাকে দেখলেই আই লাভ ইউ বলে উত্ত্যক্ত করত ওই যুবক।

অভিযোগ মঙ্গলবার মধ্যরাতে আচমকাই কিশোরীর দোতলার ঘরে ঢুকে পড়ে ওই যুবক। সেখানেই কিশোরীকে ধর্ষণের পর তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে চম্পট দেয় সে। গায়ে আগুন লাগা অবস্থায় কিশোরী ছুটে বারান্দায় এসে আর্তনাদ করতে থাকে। আওয়াজ পেয়ে একতলা থেকে ছুটে যান তাঁর বাবা-মা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk