National

মেয়েকে বাঁচাতে অপহরণকারীদের সঙ্গে লড়লেন মা

মেয়েকে বাঁচাতে লড়ে গেলেন মা। ২ অপহরণকারীর সঙ্গে কার্যত সিংহীর মত লড়াই করলেন অসীম সাহসী মা।

Published by
News Desk

নয়াদিল্লি : সন্তানের ওপর এতটুকু আঁচ আসতে দেখলে মা যে কতটা ভয়ংকর হতে পারেন তার এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রইল দিল্লির একটি ঘটনা। রাজধানীর বুকে এক পূর্ব পরিকল্পিত অপহরণের চেষ্টা ভেস্তে দিলেন এক মহিলা। একাই লড়াই করলেন অপহরণকারীদের সঙ্গে। তাদের পরাস্তও করলেন। এমনকি তাঁর এই লড়াইয়ের হাত ধরে সামনে এসে পড়ল এক জঘন্য চক্রান্ত।

পুলিশ জানাচ্ছে তাঁর ৪ বছরের মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন দিল্লির শঙ্করপুর এলাকার বাসিন্দা এক মহিলা। সেই সময় তাঁর পাশে এসে দাঁড়ায় ২ বাইক আরোহী। তাদের মাথায় হেলমেট ছিল। মহিলার কাছে জল চায় তারা। মহিলা জল দিতে গেলে মহিলার সঙ্গে থাকা তাঁর ৪ বছরের মেয়েকে আচমকা টেনে বাইকে তুলে পালানোর চেষ্টা করে তারা। ওই মহিলা মেয়ের বিপদ দেখে আর সময় নষ্ট না করে ২ বাইক আরোহীকে চেপে ধরে আটকানোর চেষ্টা করেন। মহিলার সঙ্গে ধস্তাধস্তিতে টালমাটাল হয়ে যায় বাইক।

এদিকে মহিলার চেঁচামেচিতে আশপাশ থেকে লোকজনও এগিয়ে আসেন। এই অবস্থায় এক বাইক আরোহী ছুটে পালায়। অন্যজন বাইক নিয়েই পালানোর চেষ্টা করে। যদিও তার আগেই মেয়েকে তাদের হাত থেকে টেনে নিজের কাছে নিয়ে নেন ওই মহিলা। এদিকে পাড়ার লোকজন বাইক আরোহীকে আটকানোর চেষ্টা করেন। বেগতিক দেখে বাইক ফেলেই সকলের হাত ছাড়িয়ে কোনওক্রমে পালায় দ্বিতীয় অপহরণকারী।

পুলিশ বাইকটি পায়। সেই বাইকের নম্বর প্লেট ভুয়ো হলেও তার চেসিস নম্বর দেখে বাইকের মালিক ধীরজকে গ্রেফতার করে পুলিশ। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই ৪ বছরের শিশুকে অপহরণের পরিকল্পনা করেছিল ওই শিশুর কাকা উপেন্দর। সে দাদার কাছ থেকে মুক্তিপণ বাবদ ৩০-৩৫ লক্ষ টাকা আদায়ের চেষ্টায় ছিল। উপেন্দরকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে বাইক আরোহী ২ জনের খোঁজ এখনও পায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk