National

১৫ দিনের মধ্যে করোনায় মৃত এক পরিবারের ৫ জন

একই পরিবারের ৫ সদস্যের জীবন শেষ হয়ে গেল মাত্র ১৫ দিনের ব্যবধানে। প্রত্যেকের মৃত্যু হল করোনায়।

Published by
News Desk

রাঁচি : গত জুন মাসেও গোটা পরিবারটা বিয়ের আনন্দে মাতোয়ারা ছিল। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন ৮৮ বছরের পরিবারের প্রবীণ মানুষটিও। ৮৮ বছরের ওই মহিলাও বিয়েতে চুটিয়ে আনন্দ করেন। কিন্তু তারপরই তিনি ক্রমশ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা বাড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়। মায়ের মৃত্যুতে শোকার্ত তাঁর ৫ ছেলে তাঁকে কাঁধ দেন। নিয়ে যান শ্মশানে। সেখানেই তাঁর অন্ত্যেষ্টি সম্পূর্ণ হয়। আর দেহ দাহ করার পর বাড়ি ফিরে সকলে জানতে পারেন ওই বৃদ্ধা করোনা পজিটিভ ছিলেন।

বৃদ্ধাকে কাঁধ দিয়েছিলেন তাঁর ৫ ছেলেই। দেখা যায় এক এক করে তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন। একে একে সকলেই হাসপাতালে ভর্তি হন। আর ১৫ দিনের মধ্যেই ৫ ছেলেই মারা যান। এঁদের মধ্যে ১ জন ক্যানসারে মারা গেলেও বাকি ৪ ছেলেরই মৃত্যু হয় করোনায়। মায়ের মৃত্যুর দিন থেকে মাত্র ১৫ দিনের মধ্যে গোটা পরিবারের ৬ জনের মৃত্যু পরিবারের কথা বলার ভাষা হারিয়ে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদ জেলায়। করোনায় এক পরিবারের ৫ জনের মৃত্যু, তাও ২ সপ্তাহের মধ্যে, এমন ঘটনা রীতিমত আলোড়ন ফেলেছে। ফের একবার করোনার মারণ থাবা সম্বন্ধে মানুষকে সচেতন করল এই ঘটনা। সতর্কতা ছাড়া যে করোনা থেকে বাঁচার উপায় নেই তা আরও একবার প্রমাণ হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk