National

দেশে করোনায় মৃত্যু ২৬ হাজার পার করল

ভারতে করোনায় মৃত্যু বেড়েই চলেছে। এবার ২৬ হাজারের গণ্ডিও পার করে গেল মৃতের সংখ্যা।

Published by
News Desk

নয়াদিল্লি : ভারতে করোনায় সংক্রমণ যেমন হুহু করে বাড়ছে, তেমনই বাড়ছে মৃতের সংখ্যা। ভারতে গত একদিনে মৃত্যু হয়েছে ৬৭১ জনের। যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৬ হাজার ২৭৩ জনে। যারমধ্যে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৪৫২ জনের। এখনও পর্যন্ত মহারাষ্ট্র মৃত্যু ও সংক্রমণে সবচেয়ে ওপরে অবস্থান করছে।

দেশে যখন করোনায় মৃত্যু বেড়েই চলেছে, তখন সংক্রমণ ভয়ংকর চেহারা নিয়েছে। গত একদিনে দেশে নতুন করে করোনার শিকার হয়েছেন ৩৪ হাজার ৮৮৪ জন। প্রায় ৩৫ হাজারের দরজায় কড়া নাড়ছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। গত একদিনের সংক্রমণের হাত ধরে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেছে ১০ লক্ষ ৩৮ হাজার ৭১৬ জনে।

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু যখন বাড়ছে, তখন সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৯৯৪ জন। যার হাত ধরে দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬ লক্ষ ৫৩ হাজার ৭৫১ জনে। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার ৬৯২ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts