National

একদিনে ৩৫ হাজার, সংক্রমণে ১০ লক্ষ পার করল ভারত

একদিনে ভারতে করোনা সংক্রমণ পৌঁছে গেল ৩৫ হাজারের দরজায়। প্রতিদিনই এই দৈনিক সংখ্যা বাড়ছে।

Published by
News Desk

নয়াদিল্লি : ফের নতুন রেকর্ড গড়ল ভারতে করোনা সংক্রমণ। মাত্র ১ দিন হয়েছে ভারতে দৈনিক করোনা সংক্রমণ ৩০ হাজারি গণ্ডি পার করে এক লাফে ৩২ হাজারে পৌঁছে গিয়েছিল। এদিন তা আরও এক লাফ দিয়ে পৌঁছে গেল প্রায় ৩৫ হাজারের দরজায়। গত একদিনে ভারতে সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৯৫৬ জন। যা কিন্তু চিন্তার ভাঁজ পুরু করেছে। গত একদিনের সংক্রমণের হাত ধরে দেশে করোনা সংক্রমণ ১০ লক্ষের গণ্ডী পার করে গেল। ভারতে এখন করোনা সংক্রমিতের সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ৮৩২ জন।

দেশে সংক্রমণ যেমন হুহু করে বাড়ছে, তেমনই বাড়ছে মৃত্যু। গত একদিনে রেকর্ড গড়েছে মৃতের সংখ্যা। ভারতে গত একদিনে ৬৮৭ জনের করোনায় মৃত্যু হয়েছে। যার জেরে এদিন ২৫ হাজার পার করেছে দেশে করোনায় মৃত্যু। দেশে করোনায় মৃতের সংখ্যা এখন ২৫ হাজার ৬০২ জন। মহারাষ্ট্র এখনও সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে।

দেশে সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি অনেকে সুস্থও হয়ে উঠছেন। দেশে গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৯৪২ জন। একদিনে এত মানুষ করোনামুক্ত হয়ে উঠেছেন এটাও কিন্তু রেকর্ড। ফলে দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৭ জনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts