National

করোনায় মৃত্যুতে দেশ ২৩ হাজার পার, মহারাষ্ট্র ১০ হাজার

ভারতে করোনায় মৃত্যু ২৩ হাজার পার করে গেল। সংক্রমণ গত একদিনে সেই ২৮ হাজারের ওপরই রয়ে গিয়েছে।

Published by
News Desk

নয়াদিল্লি : দেশে করোনায় মৃত্যু এবার পার করে গেল ২৩ হাজারের গণ্ডি। গত একদিনে দেশে ৫০০ জন করোনায় মারা গেছেন। যার হাত ধরে এদিন ২৩ হাজার পার করে গেছে দেশে করোনায় মৃতের মোট সংখ্যা। দেশে এখনও করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৭৪ জনের। মৃত্যুর নিরিখে এখনও অন্য সব রাজ্যের চেয়ে অনেকটাই এগিয়ে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত একদিনে ১৭৩ জনের মৃত্যু হয়েছে। সেখানে মোট মৃতের সংখ্যা এদিন টপকে গেছে ১০ হাজারের গণ্ডি। মহারাষ্ট্রে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ২৮৯ জন।

করোনায় মৃত্যু ক্রমশ যেমন বাড়ছে তেমনই সংক্রমণ রীতিমত চিন্তার কারণ হয়ে উঠেছে। গত কয়েকদিনে দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ার পর গত একদিনে তার আগের দিনের মতই ২৮ হাজারি ঘর ধরে রাখল দৈনিক সংক্রমণ। গত একদিনে দেশে ২৮ হাজার ৭০১ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। যার ফলে দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লক্ষ ৭৮ হাজার ২৫৪ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন ৩ লক্ষ পার করেছে। দেশে এখন অ্যাকটিভ রোগী ৩ লক্ষ ১ হাজার ৬০৯ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যু যখন বেড়েই চলেছে তখন দেশে সুস্থও হয়ে উঠছেন মানুষজন। গত একদিনে দেশে করোনা সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৮৫০ জন। যার হাত ধরে দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৫৩ হাজার ৪৭১ জন। শতাংশের হিসাবে দেশে সুস্থতার হার প্রায় ৬৩ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts