National

দেশে ফের একদিনে রেকর্ড সংক্রমণ, ২৮ হাজার পার

দেশে করোনা সংক্রমণ দৈনিক লাফ দিচ্ছে কম পক্ষে ১ হাজার অতিরিক্ত করে। ফলে প্রতিদিনই এখন নতুন করে রেকর্ড গড়ছে সংক্রমণ।

Published by
News Desk

নয়াদিল্লি : ভারতে প্রতিদিনই রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই লাফ দিচ্ছে সংক্রমিতের সংখ্যা। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৬৩৭ জন। যা এখনও পর্যন্ত একদিনের হিসাবে সর্বোচ্চ। তার আগের দিন তা ছিল ২৭ হাজারি ঘরে। তার আগের দিন ছিল ২৬ হাজারি ঘরে। এ থেকে স্পষ্ট কীভাবে লাফ দিচ্ছে সংক্রমণ। সংক্রমণের মোট সংখ্যা এদিন দাঁড়াল ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩ জন। যা পরিস্থিতি তাতে ৩ দিনে ১ লক্ষ করে বাড়ছে সংক্রমণ।

সংক্রমণের পাশাপাশি গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৫১ জনের। এই সংখ্যাও কিন্তু অল্প অল্প করে বেড়েই চলেছে। দেশে এখন করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৬৭৪ জন। গত একদিনে শুধু মহারাষ্ট্রেই ২২৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা প্রায় আড়াই লক্ষের কাছে পৌঁছে গেছে। এছাড়া এখন সংক্রমণে ১ লক্ষ পার করেছে দিল্লি ও তামিলনাড়ু।

সংক্রমণ ও মৃত্যু যখন বেড়েই চলেছে তখন দেশে সুস্থও হয়ে উঠছেন মানুষজন। গত একদিনে দেশে করোনা সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ২৩৫ জন। যার হাত ধরে দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৩৪ হাজার ৬২১ জন। শতাংশের হিসাবে দেশে সুস্থতার হার ৬৩ শতাংশ পার করে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts