National

হিমালয়ের কোলে ফুটল গেরুয়া পদ্ম

Published by
News Desk

শাসকবিরোধী হাওয়া আর কংগ্রেসের দলীয় কোন্দল। এই দুয়ের সুফলে হিমালয়ের কোল ঘেঁষা উত্তরাখণ্ডেও এবার বিজেপির জয়জয়কার। আমজনতার অসন্তোষে মুখ থুবড়ে পড়ল হরিশ রাওয়াত সরকার। খোদ নিজের ২ কেন্দ্র কিছহা ও হরিদ্বার গ্রামীণ থেকে পরাজিত রাজ্যের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। যেখানে অধিকাংশ এগজিট পোলে পূর্বাভাস ছিল উত্তরাখণ্ডে কংগ্রেস-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের, সেখানে কার্যত কংগ্রেস ধুয়ে মুছে সাফ। ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় একা বিজেপিই ৫৭টি আসনে জয়ী।

হিমালয়ের কোল ঘেঁষা তীর্থস্থান আর পর্যটন কেন্দ্রের জন্য বিখ্যাত উত্তরাখণ্ডে এটাই বিজেপির প্রথম পদার্পণ। সেখানকার মানুষ পদ্মকে হিমালয়ের কোলে স্বাগত জানালেন বেশ রাজকীয় ভঙ্গিতেই। এভাবে উত্তরাখণ্ড হারাতে হবে, তা বোধহয় কংগ্রেসও কল্পনা করেনি।

Share
Published by
News Desk