National

যুবকের সঙ্গে সম্পর্ক সন্দেহে বৃদ্ধা স্ত্রীকে মার ৭৫ বছরের বৃদ্ধের

স্ত্রী এক যুবকের সঙ্গে সম্পর্কে লিপ্ত। এমন সন্দেহে স্ত্রীর ওপর অত্যাচার ৭৫ বছরের বৃদ্ধ স্বামীর।

Published by
News Desk

বেঙ্গালুরু : সারা জীবনে স্ত্রীর যত্নের কোনও ত্রুটি করেননি তিনি। স্বামী হিসাবে সব কর্তব্যই পালন করেছিলেন। কেবল স্ত্রীকে আগলে রাখার প্রবণতা ছিল। বাইরের কারও সঙ্গে বেশি মেলামেশা একেবারেই পছন্দ ছিলনা তাঁর। এভাবেই জীবন কেটেছে। এখন তাঁদের ২ নাতি রয়েছে। স্বামীর বয়স ৭৫ বছর। স্ত্রীর তার চেয়ে কিছুটা কম। তাঁদের বাড়িতে ভাড়া থাকেন এক দম্পতি। ৩৪ বছরের ওই যুবকের স্ত্রী সন্তানসম্ভবা হওয়ার পর তিনি স্ত্রীকে তাঁর বাপের বাড়িতে রেখে আসেন। ভাড়া ঘরে তিনি একাই থাকতেন।

৩৪ বছরের ওই যুবকের স্ত্রী বাপের বাড়িতে। যুবক এখানে একা। তাঁকে খাবার দাবার করে দেওয়ার কেউ নেই। তা দেখে মালকিন হলেও ওই বৃদ্ধার খারাপ লাগে। তিনি ওই যুবকের জন্য রান্না করে দিয়ে আসতেন। সন্তানের বয়সী ওই যুবকের প্রতি বৃদ্ধার স্নেহ বেড়ে গিয়েছিল। আর এখানেই বাঁধে গণ্ডগোল। বৃদ্ধার স্বামী সন্দেহ করতে শুরু করেন যে একলা থাকা ওই যুবকের সঙ্গে স্ত্রীর কোনও সম্পর্ক গড়ে উঠেছে।

এমন এক সন্দেহের বশেই তিনি একদিন স্ত্রীকে মারধর করেন। বৃদ্ধ স্বামীর বেদম প্রহারে বৃদ্ধার একটি হাতও ভেঙে যায়। যদিও বৃদ্ধা পুলিশে স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি। তিনি শুধু একটি এনজিও-কে বিষয়টি জানান। এনজিও-র তরফে এরপর ওই বৃদ্ধের কাউন্সিলিং হয়। তাঁকে সতর্কও করা হয় যে এমন ঘটনা আবার হলে তিনি বিপদে পড়তে পারেন। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk