National

উজ্জ্বলা প্রকল্পে গ্যাস প্রাপকদের জন্য সুখবর দিল কেন্দ্র

উজ্জ্বলা প্রকল্পের আওতায় যাঁরা গ্যাস পেয়ে থাকেন সেসব প্রাপকদের চিন্তা অনেকটা দূর করল কেন্দ্র।

Published by
News Desk

নয়াদিল্লি : উজ্জ্বলা প্রকল্পে যাঁরা রয়েছেন তাঁদের ৩ মাস ফ্রি গ্যাস প্রদান করা হবে। এটা আগেই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মার্চে লকডাউন ঘোষণার পরই এই ঘোষণা করা হয়েছিল। তারপর জুন মাস কেটে গেছে। কিন্তু এরমধ্যে অনেক পরিবারই ৩টি গ্যাস সিলিন্ডার ব্যাবহার করে উঠতে পারেননি। তাঁদের জন্য সুখবর শোনাল কেন্দ্র।

যাঁরা এখনও ৩টি ফ্রি গ্যাস ব্যবহার করে উঠতে পারেননি, তাঁদের জন্য সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করল কেন্দ্র। উজ্জ্বলা প্রকল্পের আওতায় গ্যাস পান এমন অনেক পরিবার আছে যাদের প্রতি মাসেই একটা নতুন গ্যাস সিলিন্ডার লাগে না। কারও ২ মাস চলে, কারও বেশি, কারও আবার কম দিন। এরা ৩টি সিলিন্ডার জুনের মধ্যে ব্যবহার করে উঠতে পারেনি। এদের সেই সুবিধা করে দিল কেন্দ্র।

উজ্জ্বলা প্রকল্পের আওতায় সারা দেশে প্রায় ৭ কোটি ৪৯ লক্ষ পরিবার গ্যাস পায়। গ্যাস দেওয়া হয় অবশ্য বিপিএল তালিকাভুক্ত পরিবারের মহিলাদের। এঁরা এবার এই বর্ধিত সময় পাওয়ায় নিশ্চিন্ত হলেন। কারণ অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে তাঁদের ৩ মাসে ৩টি গ্যাস সিলিন্ডার ফ্রি পাওয়ার কথা। কিন্তু সময় পেরিয়ে গেছে। আর তাঁরা ৩টি গ্যাস নেননি। যে কটি নেননি সেগুলি আর তাঁর ফ্রি পাওয়া হল না। কিন্তু সেই চিন্তা দূর করল কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk