National

ওয়ান্টেড বিকাশ দুবের ডান হাতকে গুলি করে মারল পুলিশ

কানপুর কাণ্ডে বিকাশ দুবেকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তাকে এখনও হাতে পায়নি। তবে তার ডানহাতকে শেষ করল তারা।

Published by
News Desk

হামিরপুর (উত্তরপ্রদেশ) : মাথার ওপর ৬০টি মামলা ঝুললেও এতদিনে এই তৎপরতা দেখায়নি পুলিশ। কানপুরের কাছে ৮ পুলিশকর্মীকে গুলি করে মারার পর এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিকাশকে চাই। তার মাথার দাম ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। আড়াই লক্ষ টাকা! তবে এখনও বিকাশ অধরাই। যদিও পুলিশ তার ডানা ছাঁটতে তার কাছের সঙ্গীদের হয় পাকড়াও করছে। অথবা তাদের সঙ্গে গুলির লড়াইয়ে তাদের খতম করছে। যেমন বুধবার সকালে কুখ্যাত দুষ্কৃতি বিকাশ দুবের ডান হাত বলে পরিচিত অমর দুবে-কে গুলি করে মারল স্পেশাল টাস্ক ফোর্স।

মৌদহ বলে একটি জায়গায় অমর রয়েছে বলে খবর পেয়ে সেখানে হানা দেন স্পেশাল টাস্ক ফোর্স-এর আধিকারিকরা। পুলিশকে দেখে গুলি চালাতে শুরু করে অমর ও তার সাঙ্গপাঙ্গরা। গুলির লড়াই শুরু হয়। এই গুলিযুদ্ধেই অমরকে গুলি করে শেষ করে এসটিএফ। কানপুরের কাছে যে ৮ পুলিশকর্মীকে বিকাশের দল গুলি করে হত্যা করে সেই দলের অন্যতম সদস্য ছিল অমর। তাকেও খুঁজছিল পুলিশ।

অমরকে গুলি করে হত্যা করলেও বিকাশের আর এক সহযোগী শ্যামু বাজপেয়ীকে উত্তরপ্রদেশের হামিরপুরের চৌবেপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এখানেও গোপন সূত্রে খবর পেয়ে শ্যামুকে ধরতে যায় পুলিশ। তখনই শ্যামুর দল গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। অল্প সময়ের গুলির লড়াইয়ের পর পুলিশ শ্যামুকে গ্রেফতার করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk