National

মাথার দাম ৫০ হাজার থেকে বেড়ে আড়াই লক্ষ

কুখ্যাত দুষ্কৃতি বিকাশ দুবের মাথার দাম আগে উত্তরপ্রদেশ সরকার ৫০ হাজার টাকা ঘোষণা করেছিল। তা এদিন বেড়ে হল আড়াই লক্ষ।

Published by
News Desk

লখনউ : কানপুর কাণ্ডে প্রধান অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতি বিকাশ দুবের মাথার দাম এক ধাক্কায় ৫ গুণ বাড়িয়ে দিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। বিকাশ দুবের খোঁজ দিতে পারলেই আড়াই লক্ষ টাকা পাবেন খবর প্রদানকারী। এর আগে কানপুরের কাছে গ্রামে ঢুকে বিকাশ দুবেকে পাকড়াও করতে গিয়ে তার দলবলের গুলিবর্ষণের মুখে পড়ে পুলিশ। ৮ পুলিশকর্মীর মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে পুলিশ বিকাশকে হন্যে হয়ে খুঁজছে।

ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই পুলিশকে নির্দেশ দেন বিকাশ দুবেকে যে ভাবেই হোক গ্রেফতার করতে হবে। বিকাশের খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয় সরকারের তরফে। তাতেও বিকাশের খোঁজ পাওয়া যায়নি। তারপর তা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছিল। তাতেও কাজের কাজ হয়নি। এবার তাই বিকাশের মাথার দাম আরও বাড়িয়ে দিল উত্তরপ্রদেশ সরকার। এবার বিকাশের মাথার দাম আড়াই লক্ষ টাকা।

বিকাশ দুবের বিরুদ্ধে ৬০টি মামলা ঝুলছে। একের পর এক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বিকাশ। কুখ্যাত দুষ্কৃতি হিসাবে তার নাম পুলিশ বিলক্ষণ জানে। এমনকি তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে পুলিশ যে তাকে ধরতে গ্রামে ঢুকছে তার খবর আগেই তাকে ফোনে দিয়ে দেওয়া হয়েছিল পুলিশ থেকেই। বিকাশের রাজনৈতিক যোগাযোগও যথেষ্ট রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk