National

একদিন আগে-পরে, প্রেমিকের পথেই নিজেকে শেষ করলেন প্রেমিকা

ফারাক কেবল একটা দিনের। প্রেমিকের পথেই নিজেকে শেষ করলেন প্রেমিকা।

Published by
News Desk

চণ্ডীগড় : ছেলেটির বাড়ি হরিয়ানার কুরুক্ষেত্রে। মেয়েটি ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা। তবে ২ জনই কাজ করতেন মোহালিতে। ২ জনেরই বয়স ২২ বছর। ২ জনই মোহালির সেক্টর ৬৬-র একটি এলাকায় ২টি বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন। সাহিল ও প্রজ্ঞা একে অপরকে ভালবাসতেন। ২ জনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল। ২ জনে বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন। কিন্তু ২টি প্রাণ এক হওয়া আর হল না। বরং ২টি প্রাণই অকালে চলে গেল।

পুলিশ জানাচ্ছে, গত বুধবার একটি কাঠের মইতে চড়ে সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করেন সাহিল কুমার। সেই ঘটনা সিসিটিভিতে ধরাও পড়েছে। আর সেই ছবিতে সাহিলের প্রেমিকা প্রজ্ঞাকেও কাছেই দেখা যায়। যেখানে সাহিল আত্মহত্যা করেন। সাহিলের দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। তদন্ত শুরু হয়।

এই ঘটনার ঠিক পরদিন বৃহস্পতিবার হুবহু এক পদ্ধতিতে নিজেকে শেষ করলেন প্রজ্ঞাও। তিনিও একটি কাঠের মইতে চড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের পথে যান। পরে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু কেন ২ তরুণ হৃদয়, যাঁরা একে অপরকে ভালবেসে গাঁটছড়া বাঁধার স্বপ্ন দেখছিলেন তাঁরা নিজেদের এভাবে শেষ করে দিলেন? তারই উত্তর খুঁজছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk