National

মোবাইল তার এখনই চাই, কীটনাশক খেল কিশোর

মোবাইল তার এখনই চাই। দেব না, তাও বলা হয়নি। তাও কীটনাশক খেল এক কিশোর।

Published by
News Desk

রাঁচি : গত ৩ দিন ধরে তার মাথায় চেপেছে একটা মোবাইল চাই। অ্যানড্রয়েড মোবাইল চাই। বাবাকে তার চাহিদার কথা সে জানায়ও। পুলিশ জানাচ্ছে, ১৩ বছরের ওই কিশোরের বাবা তাকে মোবাইল কিনে দেবেন না বলেননি। শুধু বলছিলেন যে এখন দামটা বড্ড বেশি এমন ফোনের। তাই কটা দিন অপেক্ষা করতে।

সপ্তম শ্রেণির ছাত্র অলোক কুমার কিন্তু ওসব শুনতে নারাজ। বাবার অপারগতা, অর্থের সমস্যা। কিছুই সে গুরুত্ব দিতে চায়নি। সে জানিয়ে দেয় এখনই তার মোবাইল চাই। না হলে সে নিজেকে শেষ করে দেবে বলেও হুমকি দেয় ১৩ বছরের ছেলেটি। ওইটুকু ছেলের বায়না ভেবে বিষয়টিকে গুরুত্ব দিতে চায়নি পরিবার। শুধু বাবা ছেলেকে জানিয়ে দেন মোবাইল সে পাবে। তবে এখনই নয়। কিছুদিন অপেক্ষা করতে হবে।

বুধবার পরিবারের লোকজন দেখেন অলোক কুমার অসুস্থ হয়ে পড়েছে। বাড়িতে পোকামাকড় মারার জন্য যে কীটনাশক ছিল তা সে খেয়ে নিয়েছে। দ্রুত অবস্থার অবনতি হতে থাকে অলোকের। পরিবারের লোকজন তাকে নিয়ে হাসপাতালে ছোটেন। কিন্তু লাভ হয়নি। হাসপাতালে চিকিৎসকেরা তাকে পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk