National

মহিলার সামনে হস্তমৈথুন, সাসপেন্ড পুলিশ আধিকারিক

এক মহিলার সামনে অভব্য আচরণ করে সাসপেনশনের মুখে পড়লেন এক পুলিশ আধিকারিক।

Published by
News Desk

দেওরিয়া : জমি নিয়ে বিবাদ। তারই অভিযোগ লেখাতে থানায় হাজির হন এক মহিলা। তাঁর অভিযোগ নিতে অনুরোধ করেন পুলিশকে। মহিলার দাবি, এক পুলিশ আধিকারিক তাঁর অভিযোগ নেওয়ার তাঁকে জন্য তাঁর চেম্বারে নিয়ে যান। চেম্বারে প্রবেশের পরই ওই পুলিশ আধিকারিক নিজের গোপনাঙ্গে হাত দিতে থাকেন বলে অভিযোগ। মহিলার দাবি প্রথম দিকে তিনি এসব দেখেও চেষ্টা করছিলেন উপেক্ষা করে নিজের অভিযোগ দায়ের করে চলে আসতে।

মহিলার দাবি, ওই পুলিশ আধিকারিক তাঁর সামনেই পরে হস্তমৈথুন করেন। বিষয়টি মহিলা লুকিয়ে মোবাইল ক্যামেরায় বন্দি করে নেন। মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, তিনি আগেই তাঁর এক পরিচিতের কাছে শুনেছিলেন যে ওই পুলিশ আধিকারিকের এমন অভ্যাস আছে। তাই তিনি সতর্ক ছিলেন। মোবাইল ক্যামেরা অন করে পুরো বিষয়টি তুলে রাখেন।

ওই ভিডিও পরে সোশ্যাল সাইটে আপলোড করে দেন ওই মহিলা। তারপরই ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ মানুষের চাপ বাড়তে থাকে। স্থানীয় মানুষও চাপ দিতে থাকেন। ভিডিও ভাইরাল হওয়ার পর ওই আধিকারিককে সাসপেন্ড করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তও হচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk