National

পেয়ারা বাগানে আপেল ফলাচ্ছেন রুদ্রপ্রতাপ

পেয়ারা বাগানে আপেল ফলিয়ে ফেললেন এক ব্যক্তি। এমনটাও সম্ভব দেখে অনেকেই অবাক।

Published by
News Desk

প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ) : আপেল বাগান সাধারণত ঠান্ডা জায়গায় হয়। ঠান্ডা আবহাওয়া আপেল ফলনের এক অন্যতম শর্ত। ভারতের হিমাচল প্রদেশ, কাশ্মীরে তাই আপেল চাষ ভাল হয়। কিন্তু সেই আপেল যদি পেয়ারা বাগানে করে দেখান কেউ তবে তো শিরোনামে জায়গা হবেই। হলও তাই। প্রয়াগরাজের রামপুর গ্রামের এক পেয়ারা বাগানে দিব্যি ফলছে আপেল।

প্রয়াগরাজ সমতলের এক জেলা। সেখানে গরমকালে যথেষ্ট গরম। এমন জায়গা যা তার পেয়ারার জন্য বিখ্যাত। কিন্তু সেই আপেল চাষের প্রতিকূল আবহাওয়ায় রুদ্রপ্রতাপ নামে এক পেয়ারা চাষি ৩৫টি আপেল গাছে আপেল ফলিয়ে ফেলেছেন। এবারই প্রথম গাছে আপেল ধরেছে। এক আধটা নয়। যথেষ্ট আপেল হয়েছে ওই গাছগুলিতে।

রুদ্র যেখানে থাকেন সেখানে পেয়ারা ভাল হয়। কিন্তু রুদ্র যখন একটি জমি কিনে সেখানে পেয়ারার জায়গায় আপেল ফলানোর কথা বলেন তখন অভিজ্ঞ কৃষক তাঁর বাবা পর্যন্ত শুনে হেসেছিলেন। জানিয়ে দিয়েছিলেন অসম্ভব। এই আবহাওয়ায় আপেল হতে পারেনা। কিন্তু ৫ বছরের চেষ্টায় সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন রুদ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share