National

মৃত আইসিস জঙ্গির দেহ নিলেন না বাবা

Published by
News Desk

তিনি ভারতীয়। তাঁর পূর্বপুরুষরাও ভারতীয়। যে ছেলে সেই দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত সে তাঁর ছেলে হতে পারে না। তাই তার দেহও তাঁদের পরিবার গ্রহণ করবে না। এদিন এমনই জানিয়ে দিলেন লখনউতে ১১ ঘণ্টার গুলি যুদ্ধের শেষে নিহত আইসিস সন্ত্রাসবাদী সইফুল্লার বাবা সরতাজ। তাঁর দাবি, ছেলে যে আইসিসের সঙ্গে জড়িয়ে পড়েছে তা তাঁর জানা ছিলনা। কানপুরের বাসিন্দা সরতাজ। সেখানেই তাঁদের আত্মীয়রাও কয়েকজন থাকেন। পুলিশ সূত্রের খবর, ভারতে আইসিসের যে সেল রয়েছে তার একজন সদস্য ছিল সইফুল্লা। তার কয়েকজন আত্মীয়ও এই সেলের সদস্য। তাদের ২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বাকি আইসিস সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

Share
Published by
News Desk