ফাইল : দুর্ঘটনার জেরে ভয়ানক চেহারা নেওয়া গাড়িটি, ছবি - আইএএনএস
রাজগড় : প্রয়োজনে ঔরঙ্গাবাদ গিয়েছিলেন জুনা আখড়া-র মহন্ত সোমেশ্বর গিরি। আখড়ারই কয়েকজনের সঙ্গে ফিরছিলেন লখনউতে। যে গাড়িতে তাঁরা ছিলেন সেই গাড়িটি আগ্রা-মুম্বই হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল। অন্যদিকে একটি পরিবার গাড়ি নিয়ে কানপুর থেকে ইন্দোর যাচ্ছিল। তাঁরাও ছিলেন ওই হাইওয়েতেই। ২টি গাড়ি একে অপরের উল্টোদিক থেকে আসছিল। যথেষ্ট গতিতেই ছিল ২টি গাড়ি।
সারাঙ্গপুরের ওপর দিয়ে যাওয়ার সময় ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গতির কারণে ২টি গাড়ির সামনের অংশ গুঁড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। স্তব্ধ হয়ে যায় ওই রাস্তায় যান চলাচল। হাজির হয় পুলিশ। পুলিশ এসে ২টি গাড়ি থেকে নিহত ও আহতদের উদ্ধার করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের।
মৃতদের মধ্যে রয়েছেন জুনা আখড়ার মহন্ত সোমেশ্বর গিরি। তবে তিনি যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে থাকা বাকিদের চোট খুব গুরুতর নয়। কেবল তাঁরই প্রাণ যায়। অন্যদিকে উল্টোদিক থেকে আসা অন্য গাড়িতে থাকা পরিবারের ৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক অনুমান প্রবল গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা। তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা