National

হাসপাতালের ৭ তলা থেকে ঝাঁপ তরুণীর

হাসপাতালের ৭ তলা থেকে ঝাঁপ দিলেন এক তরুণী। কেন তিনি আত্মহত্যা করলেন তার খোঁজ করছে পুলিশ।

Published by
News Desk

নয়ডা : ২২ বছরের তরুণী কাঞ্চনকে গত ১৪ জুন হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভর্তি হওয়ার পর তাঁর চিকিৎসা চলছিল। করোনা রয়েছে কিনা তা দেখতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতেও পাঠানো হয়। কিন্তু রিপোর্ট মেলার আগেই ৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ওই তরুণী। হাসপাতালের ৭ তলা থেকে ঝাঁপ দেন তিনি।

ঝাঁপ দেওয়ার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সবে বিকম পাশ করেছিলেন ২২ বছরের কাঞ্চন। সামনে পড়েছিল পুরো জীবন। তা সত্ত্বেও আত্মহত্যা কেন? সেটাই জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। তবে কী করোনা আতঙ্কেই জীবন শেষ করার সিদ্ধান্ত? সেদিকটাও ভাবছেন তদন্তকারীরা।

নয়ডার সেক্টর ২৪-এর ইএসআই হাসপাতালে ভর্তি ছিলেন কাঞ্চন। পুলিশ জানিয়েছে কাঞ্চনের নমুনা পরীক্ষার ফল হাতে এলেই বোঝা যাবে তাঁর করোনা ছিল কিনা। তবে এই আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তাঁর পরিবারের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk