National

৩ লক্ষ পার, দেশে একদিনে আক্রান্ত ১১ হাজারের ওপর

দিনে দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা দেশে বেড়ে চলেছে। গত একদিনে ১১ হাজার পার করে দিনের হিসাবে নয়া রেকর্ড গড়ল ভারত।

Published by
News Desk

নয়াদিল্লি : দেশে করোনা সংক্রমণ আনলক-১ পর্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত দিনের আক্রান্তের সংখ্যাকে টপকে যাচ্ছে তার পরের দিনের আক্রান্তের সংখ্যা। গত একদিনে আক্রান্তের সংখ্যা ১১ হাজারও পার করল। তার আগের দিনই ১০ হাজার পার করেছিল সংখ্যাটা। গত একদিনে দেশে ১১ হাজার ৪৫৮ জনের দেহে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যা উদ্বেগ বাড়াচ্ছে।

দেশে একদিনে ১১ হাজারি গণ্ডি পার করার পাশাপাশি এদিন মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার করল। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩ জন। ফলে দেশে মোট আক্রান্ত ৩ লক্ষ ৯ হাজার বলা যাতেই পারে। এদিকে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। ফলে মৃতের সংখ্যাও এবার প্রায় ৯ হাজারের কাছে পৌঁছে গেল। বর্তমানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮৪ জনে।

স্বস্তি একটাই যে অনেকে সুস্থ হয়ে উঠছেন। দেশে গত একদিনে করোনা মুক্ত হয়ে ফিরেছেন ৭ হাজার ১৩৫ জন। ফলে দেশে মোট সুস্থ হয়ে ফেরা মানুষের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৫৪ হাজার ৩৩০ জন। অন্যদিকে অ্যাকটিভ রোগীর সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৭৭৯ জন। এঁরা আপাতত চিকিৎসাধীন। তবে প্রত্যেকদিন যেভাবে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা নিয়ে চিন্তিত প্রশাসন থেকে সাধারণ মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts